IQOO 10 Series: Snapdragon 8+ Gen প্রসেসর সহ 200W ফাস্ট চার্জিং ফোন আনল iQoo
লঞ্চ হল IQOO এর নতুন ফোন, বাজারে এল IQOO 10 এবং 10 Pro
ফোনটায় থাকছে 200W ফাস্ট চার্জিং এর সুবিধা
এছাড়াও এই ফোনে রয়েছে Snapdragon 8+ Gen প্রসেসর
বাজারে এমন একটি ফোন আনল IQOO যা 200W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। IQOO 10 এবং IQOO 10 Pro চিনে লঞ্চ করেছে। এর মধ্যে IQOO 10 Pro ফোনটি 200W ফাস্ট চার্জিং এর সুবিধা দেবে গ্রাহককে। এছাড়াও থাকছে 4700mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। মাত্র 10 মিনিট চার্জ দিলেই 100% চার্জ হয়ে যাবে ফোনের। এই ফোনটি চলবে Qualcomm Snapdragon 8+ GEN 1 চিপসেটের সাহায্যে। এছাড়াও এই ফোনে রয়েছে Quad HD+ ডিসপ্লে। দেখে নিন এই ফোন দুটোর অনুনয় ফিচার।
IQOO 10 এবং 10 Pro এর দাম কত?
IQOO 10 Pro এর দাম চিনে শুরু হচ্ছে 4999Yuan অথবা 59225 টাকা ভারতীয় মূল্য অনুযায়ী। অন্যদিকে IQOO 10 ফোনটি চিনের বাজারে বিক্রি হচ্ছে 3699 Yuan অথবা 43825 ভারতীয় টাকায়।
iQOO 10 Pro তে কী কী ফিচার থাকছে?
এই ফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ একটি QUAD HD+ ডিসপ্লে, এটির রেজোলিউশন হচ্ছে 1440X3200 পিক্সেল। এই ফোনটি পরিচালিত হবে Octa Core Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাহায্যে। IQOO 10 Pro তে থাকবে 1500 নিটসের ব্রাইটনেস। 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ অবধি এই ফোনটি প্রসেসরের সঙ্গে পেয়ার করা থাকছে। এতে অ্যান্ড্রয়েড 12 বেসড Origin OS Ocean সফটওয়্যার ব্যবহৃত হয়েছে।
এতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। 50 মেগাপিক্সেলের সেন্সর থাকছে প্রাইমারি ক্যামেরা হিসেবে। অন্যদিকে থাকছে আরও একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং একটি 14.6 মেগাপিক্সেলের পোট্রেট ক্যামেরা। সেলফি তোলার জন্য ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 16 মেগাপিক্সেলের সেন্সর। এই ফোনে থাকবে 4700mAh ব্যাটারি যাতে রয়েছে 200W ফাস্ট চার্জিং সাপোর্ট। এটি 50W ওয়্যারলেস চার্জিং সহ 10W রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে।
IQOO 10 এর ফিচার
এই ফোনটিতে রয়েছে অক্টা কোর Qualcomm Snapdragon 8 Gen 1+ প্রসেসর। এই প্রসেসরটি 12GB RAM এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ সঙ্গে পেয়ার করা আছে। এখানেও অ্যান্ড্রয়েড 12 বেসড অরিজিন OS ওশেন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে সফটওয়্যার হিসেবে। এতেও রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের সেন্সর, এছাড়া আছে দুটো 13 মেগাপিক্সেলের সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 16 মেগাপিক্সেলের সেন্সর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য। এই ফোনেও থাকছে 120 ফাস্ট চার্জিং সহ 4700mAh ব্যাটারি।