অ্যাপেল iPhone XS আর iPhone XS Max আজ থেকে ভারতে কেনা যাবে

Updated on 28-Sep-2018
HIGHLIGHTS

অ্যাপেলের নতুন দুটি আইফোন iPhone XS আর iPhone XS Max আজ থেকে কেনা যাবে, এই দুটি ফোনের সব ভেরিয়েন্টটি কেনা যাবে

অবশেষে সেই দিন এসে গেছে, আজ থেকে ভারতে কেনা যাবে সদ্য লঞ্চ হওয়া দুটি আইফোন, iPhone XS আর iPhone XS Max। আর আজ বিকেল থেকে এই দুটি ফোন কেনা যাবে। নতুন আইফোন অ্যাপেলের অথোরাইজ রিটেল স্টোর আর অনলাইন চ্যানেল থেকে কেনা যাবে.

Apple iPhone XS য়ের ভারতীয় মুল্য

iPhone XS কোম্পানির একটি OLED স্ক্রিন যুক্ত ডুয়াল ক্যামেরা ফোন। আর এছাড়া এই ফোনটির এন্ট্রি লেভেল 64GB ভেরিয়েন্টের দাম 99,900 টাকা হতে পারে। আর এর অন্য মডেলে আপনারা 256GB ভেরিয়েন্টের দাম 1,14,900 টাকা হতে পারে এর এর সব থেকে বড় ভেরিয়েন্ট 512GB র দাম 1,34,900 টাকা হতে পারে।

iPhone XS য়ের স্পেসিফিকেশান

iPhone XS ফোনটিতে 5.8 ইঞ্চির OLED সুপার রেটিনা ডিসপ্লে আর HDR 10 সাপোর্ট করে। আর এটি 3D টাচ সাপোর্ট যুক্ত।

ছবি তোলার জন্য এই ফোনে 12MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া এয়ছে। আর এই আইফোনটিতে 7MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

নতুন iPhone XS কে তিনটি আলাদা আলাদা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 64GB ভেরিয়েন্ট, 256GB আর 512GB ভেরিয়েন্টে এসেছে আর iPhoneXS স্পেস গ্রেয় আর গোল্ড কালারে পাওয়া যাবে। আর এই ফোনটির দাম প্রায় 72,000টাকা।

iPhone XS MAX স্পেসিফিকেশান

iPhone XS Max ফোনে 6.5 ইঞ্চির OLED সুপার রেটিনা ডিসপ্লে আছে যার রেজিলিউশান 2668×1242 পিক্সাল HDR 10 সাপোর্ট করে। আর এটি 3D টাচ সাপোর্ট করে।

আর এই ফোনটিতে 12MP র ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনেও ফ্রন্টে একটি 7MP র ক্যামেরা আছে।

iPhone XS Max ফোনটিতে 64GB,236Gb আর 512GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনটির প্রাথমিক দাম 79,200 টাকা থেকে শুরু হচ্ছে। 

 

Connect On :