iPhone XS Max য়ের সঙ্গে Huawei Mate 20 Pro য়ের স্পেক্সের তুলনা

iPhone XS Max য়ের সঙ্গে Huawei Mate 20 Pro য়ের স্পেক্সের তুলনা
HIGHLIGHTS

অ্যাপেলের সব থেকে দামি ফোন হল Applke iPhone XS Max আর এটি ভারতে কয়েক মাস আগেই লঞ্চ হয়েছে, আর এর সঙ্গে আজকে আমরা হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ডিভাইস Mate 20 Pro য়ের তুলনা করে দেখব

Apple তাদের তিনটি নতুন স্মার্টফোন 2018 সালে লঞ্চ করেছে-iPhone XS, iPhone XR, আর iPhone XS Max। আর এই তিনটি ফোনের মধ্যে iPhone XS Max সব থেকে দামি ফোন। এই ফোনটি Apple A12 বায়োনিক চিপসেট যুক্ত। আর অন্য দিকে আমরা আজকে Huawei Mate 20 Pro ফোনটির বিষয়ে বলব, এই ফোনটি ভারতে সবে লঞ্চ হয়েছে আর এই ফোনটিতে ব্যাকে ট্রিপেল ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোন দুটির মধ্যে স্পেক্সের তুলনা করে দেখা যাক।

আর আজকে আমরা প্রথমেই এই দুটি ফোনের মধ্যে আমরা প্রথমেই এদের ডিসপ্লের বিষয়টি দেখে নি। Huawei Mate 20 Pro ফোনটিতে বড় 6.39 ইঞ্চির ডিসপ্লে আছে যা 1440X3120 পিক্সাল রেজিলিউশানের। আর এর সঙ্গে iPhone XS Max ফোনটি যদি আমরা দেখি তবে এই ফোনটিতে আপনারা 6.5 ইঞ্চির ডিসপ্লে পাবেন যার রেজিলিউশান 1242×2688 পিক্সাল। আরতাই আপনারা যদি একটি বড় স্ক্রিনের ফোন চান তবে সেক্ষেত্রে Apple iPhone XS Max নাকি একটু বড় ফোনের ডিসপ্লে অফার করছে।

আর আমরা যদি পার্ফর্মেন্সের বিষয়ে কতাহ বলি তবে Huawei Mate 20 Pro ফোনটিতে কোম্পানির Kirin 980 অক্টা কোর প্রসেসার আছে আর এটি 2.36GHz য়ের। আর এই ফোনটি 6GB র‍্যামের সঙ্গে 128GB স্টোরেজ অফার করে। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।, আর অন্য দিকে Apple iPhone XS Max ফোনটি A12 বায়োনিক চিপসেট যুক্ত আর এই ফোনে 4GB র‍্যামের সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হেয়ছে। আর এই ফোনটি 256GB আর 512GB স্টোরেজ অপশানেও পাওয়া যায়।

আর এর সঙ্গে আমরা যদি ক্যামেরার দিকটি দেখি তবে Huawei Mate 20 Pro ফোনটি ট্রিপেল রেয়ার ক্যামেরা সঙ্গে পাওয়া যাবে আর এটি এই ফোনের প্রধান বৈশিষ্ট্য। এই ফোনে 40MP+20MP+8MP র ক্যামেরা আছে আর এই ফোনে ফ্রন্টে 24MP র ক্যামেরা আছে। আর অন্য দিকে Apple iPhone XS Max ফোনটিতে আপনারা 12MP সেন্সার ব্যাকে আর ফ্রন্টে 7MP র ক্যামেরা পাবেন।

Apple iPhone XS Max ফোনটি ভারতে Huawei mate 20 Pro ফোনটির থেকে প্রায় 40,000 টাকা বেশি দামি। হুয়াওয়ের ফোনটির দাম 69,990 টাকা আর সেখানে অ্যাপেলের ফোনটির দাম 1,04,900 টাকা।  

Digit.in
Logo
Digit.in
Logo