iPhone 8 স্মার্টফোনটি 12 সেপ্টেম্বর লঞ্চ হবে

Updated on 24-Aug-2017
HIGHLIGHTS

নতুন লিক অনুসারে iPhone 8 এ 512GB’র ইন্টারনাল স্টোরেজ থাকবে

Apple তাদের তিনটি স্মার্টফোন iPhone 8, iPhone 7s আর iPhone 7s Plus সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে (6 বা 12 সেপ্টেম্বর) লঞ্চ করতে পারে। iPhone 8 এর বিষয়ে অনেক রিউমার্স সামনে এসেছে আর এবার একটি নতুন লিক বলছে যে OLED স্মার্টফোনের স্টোরেজ বিষয়ে কিছু জানিয়েছে, মনে করা হচ্ছে যে এই তিনটি iPhone 12 সেপ্টেম্বর লঞ্চ হবে। আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে

চিনের চিপস্টেক GeekBar জানিয়েছে যে iPhone 8 এ 64GB, 256GB আর 512GB স্টোরেজ এর অপশান থাকবে। 512GB স্টোরেজের খবর এর আগে জানা যায়নি। KGI সিকিউরিটি অ্যানালিস্ট Ming-Chi Kuo জানিয়েছেন যে iPhone 64GB আর 256GB স্টোরেজ যুক্ত হবে। তবে তিনি এটা জানাননি যে 512GB’র কোন ভেরিয়েন্ট থকাবে কিনা।

এছাড়া, টিপস্টার এই দাবিও করেছে যে কিছু সাপ্লায়র এতে NAND স্টোরেজও দেবে। Toshiba আর SanDisk এর 64GB আর 256GB চিপ থাকবে আর Samsung আর Hynix এর 512GB চিপ থাকবে। বাজারে 4K কানেক্টারের চাহিদা বেড়ে চলেছে আর iPhone 8 এর AR আর 3D সেন্সার ফিচারের ফলে সবার মধ্যে এর ডিমান্ডও বেড়ে গেছে।

Mac4Ever এর রিপোর্ট অনুসারে, কোম্পানি 12 সেপ্টেম্বর একটি ইভেন্টে iPhone 8 লঞ্চ করবে। তবে কোম্পানি এখনও অফিসিয়ালি লঞ্চের বিষয়ে কিছু জায়ানি। এই গুজব যদি সত্যি হয় তবে তিনটি আইফোনের প্রিবুকিং শুরু হয়ে যাবে আর 22 সেপ্টেম্বর অব্দি এই ফোন পাওয়া শুরু হয়ে যাবে। অ্যাপেলের আগের এডিশান দেখে এটা বোঝা যায় যে সেই এডিশান ফলো করবে আর তিনটি iPhone লঞ্চ করবে।

আজকে সেরা ডিল ফ্লিপকার্ট আর অ্যামাজনে

সোর্সঃ 

Connect On :