নতুন লিক অনুসারে, টাচ সেন্সার ফোনের পেছন দিকে লোগোর নিচে থাকতে পারে
Samsung Galaxy S8 আর S8+ লঞ্চ হওয়ার পরে এবার সবার নজর নেক্সট জেনারেশন অ্যাপেল আইফোনের ওপর।এখনও পর্যন্ত iPhone 8 র ব্যাপারে অনেক রকমের লিক সামনে এসেছে, যাতে iPhone 8 নিয়ে অনেক রকমের দাবি করা হয়েছে। বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার
এবার iPhone 8 নিয়ে একটি নতুন লিক সামনে এসেছে, যাতে দাবি করা হয়েছে যে, iPhone8 এ টাচ আইডি সেন্সার পিছনের দিকে থাকবে। নতুন লিক অনুসারে টাচ সেন্সার ফোনের পেছনে লোগোর নিচে থাকতে পারে। আশা করা যেতে পারে যে, iPhone এও Samsung Galaxy S8 আর S8+ এর মতনই এজ-টু-এজ ডিসপ্লে থাকবে।