iPhone 8 এর পেছনে থাকতে পারে টাচ আইডি সেন্সার
নতুন লিক অনুসারে, টাচ সেন্সার ফোনের পেছন দিকে লোগোর নিচে থাকতে পারে
Samsung Galaxy S8 আর S8+ লঞ্চ হওয়ার পরে এবার সবার নজর নেক্সট জেনারেশন অ্যাপেল আইফোনের ওপর।এখনও পর্যন্ত iPhone 8 র ব্যাপারে অনেক রকমের লিক সামনে এসেছে, যাতে iPhone 8 নিয়ে অনেক রকমের দাবি করা হয়েছে। বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার
এবার iPhone 8 নিয়ে একটি নতুন লিক সামনে এসেছে, যাতে দাবি করা হয়েছে যে, iPhone8 এ টাচ আইডি সেন্সার পিছনের দিকে থাকবে। নতুন লিক অনুসারে টাচ সেন্সার ফোনের পেছনে লোগোর নিচে থাকতে পারে। আশা করা যেতে পারে যে, iPhone এও Samsung Galaxy S8 আর S8+ এর মতনই এজ-টু-এজ ডিসপ্লে থাকবে।
আরও দেখুনঃ আগামী ৬ মাসে কল রেট আরও সস্তা করবে ট্রাই
iDropNews ও সম্প্রতি একটি ছবি লিক করেছিল যাতে একটি কালো রঙের ফোন দেখানো হয়েছিল জার পেছনের দিকে লোগোর ঠিক নিচে টাচ আইডি দেখা গেছিল।
তবে এর আগের অনেক লিকে দাবি করা হয়েছিল যে,iPhone8 এ সামনের দিকে ডিসপ্লের নিচে টাচ আইডি থাকবে।
আরও দেখুনঃ Xiaomi Redmi Note 4 আজ থেকে প্রি-অর্ডার করা যাবে
আরও দেখুনঃ Samsung Pay ভিসার সঙ্গে পার্টনারশিপ করল
বিশাল ডিস্কাউন্টের সঙ্গে এই প্রোডাক্ট গুলি হতে পারে আপনার
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile