2023 সালের অন্যতম আকর্ষণীয় এবং অপেক্ষিত ফোন হতে চলেছে iPhone 15 Series। আশা করা হচ্ছে এটি চলতি বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে। তবে লঞ্চের আগেই এই সিরিজ নিয়ে নানা তথ্য সামনে আসছে। জানা গিয়েছে এই ফোনে একটি ডায়নামিক আইল্যান্ড নচ থাকবে। সঙ্গে মিলবে টাইপ সি USB পোর্ট। এই iPhone 15 এবং iPhone 15 Pro -এর যে কম্পিউটার এডেড ডিজাইন বা CAD সেটা সম্প্রতি অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। আর সেখান থেকে iPhone 15 Plus ফোনটিকে নিয়ে নানা গুজব ছড়িয়েছে। 9to5 Mac -এর তরফে জানানো হয়েছে যে iPhone 15 Plus ফোনটিতে পাতলা বেজেল সহ, চওড়া ক্যামেরা মডিউল, ডায়নামিক আইল্যান্ড নচ, USB টাইপ সি পোর্ট, এবং কার্ভড এজ থাকবে।
এখন বহু ফোনেই এই কার্ভড ডিসপ্লে থাকছে যার দ্বারা ফোনটিকে একটি প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে iPhone 15 Plus -এ পুরোপুরি কার্ভড ডিসপ্লে থাকবে না। খানিকটা গোলাকার এজ থাকবে এখানে যা এটির অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে এটিকে আলাদা করবে। এমনটাই 9to5 Mac -এর রিপোর্ট জানিয়েছে।
CAD -এর যে ছবি প্রকাশ্যে এসেছে iPhone 15 -এর, সেখান থেকে জানা গিয়েছে যে এই ফোনে পাতলা বেজেল থাকবে এর পূর্বসূরিদের থেকে। এছাড়া ডিসপ্লেতে একটি ডায়নামিক আইল্যান্ড নচ দেখা যাবে, যা মনে করা হচ্ছে এই গোটা সিরিজের সব ফোনেই থাকবে। অর্থাৎ এবার iPhone 15 বড় ডিসপ্লে নিয়ে আসছে। 9to5 Mac -এর রিপোর্ট জানাচ্ছে যে এই ফোনের হাইট নাকি 160.87 mm হবে, সঙ্গে 77.76 mm চওড়া এবং 7.81 mm মোটা হবে। অন্যদিকে 2022 সালে লঞ্চ যাওয়া iPhone 14 -তে ছিল 160.84 mm এর উচ্চতা, 78.07 mm চওড়া এবং 7.79 mm মোটা।
1. CAD -এর যে ছবি প্রকাশ্যে এসেছে সেখান থেকে জানা গিয়েছে এই ফোনে টাইপ সি USB পোর্ট থাকবে। ইউরোপিয়ান ইউনিয়ন ডিজিটাল মার্কেট অ্যাক্টের নির্দেশ অনুযায়ী Apple হয়তো এবার USB টাইপ সি পোর্ট রাখবে।
2. চওড়া ক্যামেরা মডিউল থাকবে এই ফোনে। সঙ্গে থাকবে ডায়নামিক আইল্যান্ড নচ। এই ফিচার iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max -এও দেখা গিয়েছিল। একাধিক রিপোর্টে জানানো হয়েছে এই আইল্যান্ড নচ iPhone 15 সিরিজের প্রতিটি ফোনে থাকবে। ফলে এটি কোনও নির্দিষ্ট ফোনে পাওয়া যাবে এমনটা মোটেই নয়।
3. তবে এই ফোনের দাম হয়তো আগের তুলনায় অনেকটাই বাড়বে। বর্তমানে iPhone 14 সিরিজ যে দামে বিক্রি হচ্ছে সেটার তুলনায় অনেকটাই বাড়বে এই ফোনের দাম। এখন iPhone 14 Plus -এর যে 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে সেটি 89,900 টাকায় বিক্রি হচ্ছে।