iPhone 15 Ultra-এর মকআপ প্রকাশ্যে এল, থাকছে USB C পোর্ট সহ আর কোন কোন ফিচার?

Updated on 08-May-2023
HIGHLIGHTS

Apple -এর iPhone 15 Ultra USB C পোর্ট নিয়ে আসছে

এই ফোনের মকআপ আনবক্স থেরাপি ভিডিওতে তেমনটাই দেখা গেল

Lew এই ফোনটির Ultra মডেলের সঙ্গে iPhone 14 Pro Max -এর তুলনা করলেন

Apple -এর iPhone 15 বাজারে আসতে এখনও বেশ দেরি আছে। যদিও ইতিমধ্যে একাধিক ফাঁস হওয়া তথ্য থেকে এই ফোনের বিষয়ে নানা তথ্য জানা গিয়েছে। Unbox Therapy -এর Lew iPhone 15 Ultra -এর মকআপ সবার সামনে নিয়ে এলেন। আর  এখানে জানা গেল আসন্ন এই iPhone মডেলে কী কী পরিবর্তন থাকবে। 

iPhone 15 এ 5 সম্ভাব্য ফিচার দেখা যেতে পারে –

1. এখানে একটি ব্রাশড মেটাল লুক থাকতে পারে সাইড ফ্রেমে সঙ্গে রিয়ার প্যানেলে ম্যাট ফিনিশ দেখা যেতে পারে। এটার ফলে এই ফোন ধরা ভীষণই সহজ হবে। এই ফোনটি iPhone 14 Pro Max -এর তুলনায় মোটা হবে। এই ফোনের মধ্যে বেশি জায়গা থাকবে ব্যাটারির জন্য।

2. ইউরোপিয়ান ইউনিয়নের চাপে পড়ে এবং একই সঙ্গে অন্যান্য সরকারের নিয়ম মানতে এই ফোনে USB টাইপ সি পোর্ট থাকতে পারে। এটা iPhone 15 Ultra -এর মকআপে দেখা গিয়েছে। লাইটিং ফিমেল পোর্টের তুলনায় এখানে একটা পাতলা পিন আছে মাঝখানে।

সব USB C পোর্ট দিয়ে এই ফোন চার্জ দেওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে কারণ Apple -এর তরফে একটি চিপ দেওয়া হচ্ছে পোর্টের মধ্যে যা MFI সার্টিফায়েড কেবিলের সাহায্যে চলবে। এটার বিরুদ্ধেও EU -এর তরফে একটি ম্যান্ডেট আনা হয়েছে যা হয়তো আগামী 2-1 বছরে কার্যকরী হয়ে যাবে। 

3. মিউট সুইচ এবার একটা বাটনে আসবে। অন্তত তেমনটাই এই মকআপে দেখা গিয়েছে। অনেকটা যেন Apple Watch Ultra -এর অ্যাকশন বাটন। 

4. iPhone 14 Pro Max -এ যা বেজেল ছিল এখানে সেটার তুলনায় খুব কম বা পাতলা বেজেল থাকবে। তেমনটাই জানিয়েছেন Lew। ডায়নামিক আইল্যান্ড আরও স্পষ্ট করে এবার  নজরে আসবে যেহেতু এখানে স্ক্রিন টু বডি রেশিও অনেক বেড়ে যাবে।

5. এছাড়া এই ফোনে A17 বায়োনিক প্রসেসর থাকতে পারে বলেই জানানো হয়েছে।

শেষে যেটা না বললেই নয়, এই ফোনের দাম। Lew -এর ভিডিও ছাড়াও আরও একাধিক জায়গায় দাবি করা হয়েছে যে এই ফোনের Pro মডেলের দাম প্রায় 100 ডলার বাড়তে চলেছে। ফলে সেক্ষেত্রে iPhone 15 Pro -এর দাম হবে 1,099 ডলার, Pro Max -এর দাম হবে 1,199 ডলার।

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.

Connect On :