2022 পেরিয়ে 2023 পা রাখলাম সকলেই। পাল্টে গেল ক্যালেন্ডার। শুরু হল নতুন বছর। শুরু হল নতুন অপেক্ষা, নতুন করে পথচলা। গতবছর একাধিক দুর্দান্ত সব স্মার্টফোন লঞ্চ হয়েছে দেশে। হাই রেঞ্জ থেকে এন্ট্রি লেভেল, মিড রেঞ্জ সমস্ত ধরনের ফোনেই নজর কেড়েছে। তবে 2023 সালটাও তার ব্যতিক্রম হবে না। এই বছরেও একাধিক দারুন সব স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই স্মার্টফোনগুলোতে থাকবে দারুন সব ফিচার। এই নতুন স্মার্টফোনগুলোর মধ্যে আছে iPhone 15 থেকে OnePlus 11, Google Pixel 8, ইত্যাদি। দেখে নিন এই বছর কোন কোন ফোনগুলো লঞ্চ হতে চলেছে।
Samsung -এর নতুন Flagship ফোন Samsung Galaxy S23 এই বছর দেশে লঞ্চ করতে পারে বলে মনে করা হচ্ছে। গত বছরের ফেব্রুয়ারি মাসে Samsung Galaxy S22 লঞ্চ করেছিল। তাই মনে করা হচ্ছে এই বছরেও এই Galaxy S23 লঞ্চ করবে। যদিও Samsung- এর তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। এই ফোনে গ্রাহকরা পেতে পারেন 120 HZ রিফ্রেশ রেট সহ 50মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, ইত্যাদি। এছাড়া থাকবে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। Samsung Galaxy S23 সিরিজে থাকবে তিনটি ফোন, Samsung Galaxy S23, Samsung Galaxy S23 Plus এবং Samsung Galaxy S23 Ultra।
2022 সালে লঞ্চ করেছে বহু প্রতীক্ষিত iPhone 14। এখানে মিনি মডেল বাদ দেওয়া হয়েছে। এবার পালা iPhone 15 এর। 2023 সালে লঞ্চ হতে পারে Apple -এর iPhone 15। তবে এখনও সংস্থার তরফে কিছুই জানানো হয়নি। এই সিরিজে থাকতে পারে দুটি ফোন, iPhone 15 এবং iPhone 15 Plus। একই সঙ্গে iPhone 15 -তে Apple USB টাইপ সি পোর্ট দেবে বলেই মনে করা হচ্ছে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন এক চার্জার নীতি এনেছে যেখানে কেবল টাইপ সি চার্জারকে মান্যতা দেওয়া হয়েছে।
2022 সালে লঞ্চ হয়েছে Google Pixel 7, এবার 2023 সালে আসতে পারে তার উত্তরসূরি Google Pixel 8। জানা গেছে HDR ক্যামেরা থাকবে এই ফোনে। ফলে যাঁরা এই ফোন কিনবেন তাঁরা এই ফোনের সাহায্যে দারুন সব ছবি তুলতে পারবেন।
OnePlus -এর নতুন ফোন লঞ্চ করতে চলেছে 2023 সালে। OnePlus 11 চিনে জানুয়ারি মাসের শুরুর দিকেই লঞ্চ করবে। আগামী মাসের 7 তারিখ শোনা যাচ্ছে এই ফোনটা ভারতে আসবে। Snapdragon 8 Gen 2 প্রসেসরের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। হ্যাঁ, এটাই প্রথম ফোন হবে না এই প্রসেসরের সাহায্য চলবে।