iPhone 15 ফোনে বাম্পার ডিসকাউন্ট, সোজা 7500 টাকার ডিসকাউন্ট, জানুন কোথায় পাবেন?

Updated on 15-Dec-2023
HIGHLIGHTS

আইফোন 15 ফোনে কোম্পানি 7,500 টাকার ছাড় অফার করছে

আইফোনের এই ডিসকাউন্টটি Apple এর এক্সক্লুসিভ রিটেল স্টোর Imagine থেকে পাওয়া যাবে

আইফোন 15 ফোনটি ইমেজিন স্টোরে 77,503 টাকায় কেনা যাবে

Apple টেক জয়েন্ট আমেরিকান কোম্পানি চলতি বছরের সেপ্টেম্বর মাসে iPhone 15 Series লঞ্চ করেছে। এই সিরিজের বেস মডেল iPhone 15 ফোনের 128GB স্টোরেজ ভারতে 79,900 টাকায় আনা হয়েছিল। আপনি যদি এই বিশেষ মডেলটি কিনতে চান, তবে এটি দুর্দান্ত সুযোগ।

আইফোন 15 ফোনে কোম্পানি 7,500 টাকার ছাড় অফার করছে। আইফোনের এই ডিসকাউন্টটি Apple এর এক্সক্লুসিভ রিটেল স্টোর Imagine থেকে পাওয়া যাবে। Imagine এর ফিজিক্যাল স্টোর এবং এর অনলাইন প্ল্যাটফর্ম দুটি জায়গায়তেই আইফোন বিক্রি করছে।

আরও পড়ুন: Realme C67 5G: 50MP ক্যামেরা সহ সস্তা 5G ফোন আনল রিয়েলমি, 15 হাজার টাকার কম দামে কেনা যাবে ভারতে

কোন আইফোনে মিলবে কত টাকার ছাড়

সম্প্রতি লঞ্চ হওয়া আইফোন 15 ফোনটি ইমেজিন স্টোরে 77,503 টাকায় কেনা যাবে। তবে ফোনের আসল দাম 79,900 টাকা ছিল।

iPhone 15 Discount

অ্যাপল এর আইফোন 15 প্লাস ফোনটি 89,900 টাকার শুরুর দামে আনা হয়েছিল। তবে এখন এট মাত্র 87,203 টাকায় কেনা যাবে। আপনি যদি HDFC কার্ড দিয়ে পেমেন্ট করেন তবে ফোনের দাম কমে 82,203 টাকা হয়ে যাবে।

এই সিরিজের প্রিমিয়াম স্মার্টফোন iPhone 15 Pro ফোনটি 1,39,900 টাকার পরিবর্তে 1,34,900 টাকায় কেনা যাবে। আপনি যদি HDFC কার্ড দিয়ে পেমেন্ট করেন তবে এতে 4000 টাকাপর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

আরও পড়ুন: iQOO 12 5G ফোনের প্রথম সেল, অফারে 3000 টাকার ছাড়, Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ আর কী রয়েছে বিশেষ

আইফোন 15 সিরিজের সবচেয়ে দামি স্মার্টফোন iPhone 15 Pro Max মডেলটি 1,59,900 টাকায় লিস্ট করা হয়েছিল। তবে ব্যাঙ্ক অফারের সাথে এই স্মার্টফোনে 4,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

iPhone 15 discount offer

কী বিশেষ রয়েছে iPhone 15 ফোনে

আইফোন 15 ফোনটি Bionic A16 চিপসেটে কাজকরে। আইফোন 15 মডেলটি ডায়নামিক আইল্যান্ড ফিচার অফার করা হয়েছে।

iPhone 14 Pro ফোনের মতোই আইফোন 15 ফোনে একই প্রাইমারি ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। ফোনটি iOS 17 ফিচার সহ আনা হয়েছে। বাকি ফিচারের পাশাপাশি আইফোন 15 এর ব্যাটারি লাইফও দুর্দান্ত। ফোনটি টাইপ-সি পোর্টের সাথে আনা হয়েছে।

আরও পড়ুন: Lava Yuva 3 Pro: 50MP ক্যামেরা এবং 8GB RAM সহ নতুন ফোন ভারতে লঞ্চ, দাম 10 হাজার টাকার কম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :