iPhone 14 কি সেপ্টেম্বরেই লঞ্চ হতে চলেছে? চলতি মাসেই ঘোষণা করা হবে?

Updated on 19-Aug-2022
HIGHLIGHTS

iPhone 14 series খুব সম্ভবত আগামী মাসেই লঞ্চ হতে চলেছে

7 সেপ্টেম্বর একটি ইভেন্টে মাধ্যমে লঞ্চ হবে iPhone 14 সিরিজ

এই সিরিজে মোট চারটে ফোন লঞ্চ হতে চলেছে, এতে থাকবে iPhone 14, iPhone 14 Pro, iPhone 14 Pro Max, এবং iPhone 14 Max

iPhone 14 series খুব সম্ভবত আগামী মাসেই লঞ্চ হতে চলেছে। কানাঘুষোয় শোনা যাচ্ছে যে সেপ্টেম্বরেই আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনা হবে এই সিরিজ। 7 সেপ্টেম্বর একটি ইভেন্টে মাধ্যমে লঞ্চ হবে iPhone 14 সিরিজ। তবে অ্যাপেল কর্তৃপক্ষের তরফে এখনই কিছু জানানো হয়নি।তবে জানা গিয়েছে এই সিরিজে মোট চারটে ফোন লঞ্চ হতে চলেছে, এতে থাকবে iPhone 14, iPhone 14 Pro, iPhone 14 Pro Max, এবং iPhone 14 Max।

আইফোন 14 প্রো ফোনটির স্টোরেজ সহ একাধিক বিষয় আগেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছিল এই ফোনটিতে 256 GB ইন্টারনাল স্টোরেজ থাকতে চলেছে। কিন্তু এখন জানা গেল iPhone 13 Pro এর মতো আইফোন 14 প্রো মডেলেও থাকবে 128 GB ইন্টারনাল স্টোরেজ।

এই সিরিজে কী কী থাকবে জেনে নিন

1.জানা গিয়েছে আইফোন 14 সিরিজে মিনি মডেল থাকব না। আইফোন 13 আসার পর, আইফোন 14 নিয়ে মাতামাতি শুরু হয়। আর এরপর জানা যায় যে এই মিনি মডেলের বদলেই অ্যাপেলের কর্তৃপক্ষ আইফোন 14 ম্যাক্স মডেল লঞ্চ করছে। 

2. বায়োনিক A16 চিপসেট থাকতে চলেছে আইফোন 14 প্রো এবং প্রো ম্যাক্স মডেলটিতে। বায়োনিক A15 চিপসেট থাকবে বাকি দুটো মডেলে।

3. 6.1 ইঞ্চির একটি ডিসপ্লে থাকবে আইফোন 14 এবং 14 প্রো মডেলে। এবং একটি 6.7 ইঞ্চির ডিসপ্লে থাকবে আয়োজন 14 ম্যাক্স এবং ম্যাক্স প্রো মডেলে। 

4. iPhone 13 এর তুলনায় এই সিরিজে থাকবে উন্নত মানের ব্যাটারি। এই ব্যাটারি শূন্য থেকে পুরো চার্জ হতে সময় লাগবে মাত্র 30 মিনিট! এবং চারটি ফোনেই হয়তো 6 GB RAM থাকবে। 

5. এই সিরিজে পান হোল কাট আউট থাকতে পারে অ্যান্ড্রয়েড ফোনের মতোই। আর এখানেই পান হোল কাট আউটেই থাকবে ফ্রন্ট ক্যামেরা।

Connect On :