iPhone 14 ফোনটি এখন নজরকাড়া দামে বিকোচ্ছে Flipkart -এ। এই ফোনের সিরিজ লঞ্চ হওয়ার পর এই প্রথম এতটা সস্তা হল iPhone 14। একবারে 12,901 টাকা দাম কমল এই ফোনের। এই শক্তিশালী, দুর্দান্ত পারফরমেন্স যুক্ত ফোনটির উপর এই ছাড় উপলব্ধ হওয়ায় স্বাভাবিক ভাবেই যাঁরা এই ফোনটি কিনতে চাইছিলেন এবং দাম কমার অপেক্ষা করছিলেন তাঁদের জন্য একটা সুবর্ণ সুযোগের মতো এসে হাজির হল। দেখুন Flipkart এ এই ফোনে কত অফার কীভাবে মিলছে।
1. এই ফোনটির আসল দাম 79,900 টাকা। কিন্তু এখন এখানে ফ্ল্যাট 8,901 টাকার ছাড় মিলছে। ফলে গ্রাহকরা এখন এটিকে 70,999 টাকায় কিনতে পারবেন।
2. এটার জন্য যুক্ত হয়ে যাবে ব্যাংক অফার। যাঁরা HDFC ব্যাংকের গ্রাহক তাঁরা যদি ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেন তাহলে তাঁরা আরও 4,000 টাকার ছাড় পাবেন। ফলে সেক্ষেত্রে দাম কমে হবে 66,999 টাকা।
এই অফার কেবল iPhone 14 -এর 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের লাল রঙের ভ্যারিয়েন্টটির উপরেই উপলব্ধ আছে।
অন্যদিকে iPhone 13 এ এখন Flipkart থেকে 61,999 টাকায় কেনা হচ্ছে। সঙ্গে আরও 2,000 টাকার ছাড় মিলছে HDFC ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে। সেক্ষেত্রে iPhone 14 এবং iPhone 13 এর দামের মধ্যে 5 টাকার তফাৎ হবে। ফলে বুঝতেই পারছেন সেক্ষেত্রে iPhone 14 নেওয়াটাই ভাল। এখানে এখন iPhone 14 -এর উপর বেশি ছাড় মিলছে। যদিও iPhone 13 -এর ডিল মন্দ না।
1. এখানে গ্রাহকরা কার ক্র্যাশ ডিটেকশন মোড, স্যাটেলাইট কানেকটিভিটি, অ্যাকশন মোড অন ক্যামেরা, ইত্যাদি পেয়ে যাবেন।
2. 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে মিলবে।
3. এখানে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে যেখানে 12 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা মিলবে। সঙ্গে 12 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে।
4. A15 বায়োনিক চিপসেট রয়েছে এই ফোনে।