90 হাজার টাকার iPhone 14 Plus ফোনটি 50,000 টাকার কমে কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন এই ব্যাপক ছাড়

90 হাজার টাকার iPhone 14 Plus ফোনটি 50,000 টাকার কমে কেনার সুযোগ, জানুন কোথায় পাবেন এই ব্যাপক ছাড়
HIGHLIGHTS

Flipkart এই ফোনে 8901 টাকার ছাড় অফার করছে Apple Iphone 14 Plus ফোনে

Apple Iphone 14 Plus ফোনে 33 হাজার টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে

iPhone 14 Plus ফোনটি 6nm ভিত্তিক A15 Bionic চিপসেট সাপোর্ট সহ আসে

এখন Android Phone এর দামেই iPhone পাওয়া যাচ্ছে। ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন? তবে এটাই ঠিক।  আসলে iPhone 14 Plus ফোনটি তার আসল দাম থেকে অনেকটা সস্তায় বিক্রি করা হচ্ছে।

এর পাশাপাশি, কোম্পানির তার আপকামিং iPhone 15 series শীঘ্রই লঞ্চ করতে চলেছে। তার আগই কোম্পানির লেটেস্ট ফোনে বাম্পার ছাড় অফার করছে।

iPhone 14 plus ফোনে Flipkart অফার

Apple Iphone 14 Plus ফোনের আসল দাম 89,900 টাকা রাখা হয়েছে। তবে ই-কমার্স Flipkart এই ফোনে 8901 টাকার ছাড় অফার করছে। ছাড়ের পর এই ফোনটি 80,999 টাকায় লিস্ট করা হয়েছে।

আরও পড়ুন: আপনার বন্ধু বা আত্মীয় স্বজনদের জন্মদিন ভুল যান? এবার গুগল করে দেবে সতর্ক

iPhone 14 Plus ফোনটি আরও সস্তায় যদি কিনতে চান তবে ফোনে এক্সচেঞ্জ অফারও রয়েছে। ফোনে 33 হাজার টাকার এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। আপনি যদি পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যান, তবে iPhone 14 Plus এর দাম কমে 47,999 টাকা হয়ে যাচ্ছে। এছাড়া সিলেক্টিভ মডেলে অতিরিক্ত 3000 টাকা অতিরিক্ত ছাড় দেওয়া হচ্ছে।

ফোনে ব্যাঙ্ক অফারও দিচ্ছে ফ্লিপকার্ট। Flipkart Axis Bank ক্রেডিট কার্ড থেকে ফোনটি কিনলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া HDFC ব্যাঙ্ক কার্ডে 4000 টাকা ছাড় দেওয়া হচ্ছে।

iPhone 14 Plus ফোনটি Flipkart Axis Bank ক্রেডিট কার্ড থেকে 5 শতাংশ ক্যাশব্যাকের সাথে কেনা যাবে। এছাড়াও, ফোনটি Rs.3,375 EMI বিকল্পে কেনা যাবে। একই HDFC ব্যাঙ্কের ডিসকাউন্ট অফারে 4000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। Apple iphone 15 কিনলে 1 বছরের ওয়ারেন্টি এবং 6 মাসের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।

iPhone-14-plus-offer

iPhone 14 Plus স্পেসিফিকেশন

1. Apple i4 plus স্মার্টফোনে 6.7-ইঞ্চি সুপার রেটিনা XDR ডিসপ্লে রয়েছে।

2. আইফোনে 128 জিবি স্টোরেজ দেওয়া।

আরও পড়ুন: পেরিস্কোপ লেন্স সহ লঞ্চ হবে Oneplus 12 ফোন, মিলবে কোয়ালকম এর পাওয়ারফুল প্রসেসর

3. ফোনে ফটোগ্রাফির জন্য 12 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফ্রন্টে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া।

4. ফোনটি 6nm ভিত্তিক A15 Bionic চিপসেট সাপোর্ট সহ আসে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo