প্রেম দিবস এই বছরের মতো টাটা বাই বাই বলে চলে গেলেও তার রেশ কিন্তু এখনও Flipkart -এ থেকে গিয়েছে। আর সেই কারণেই তো এখনও এই E-commerce সাইটে iPhone 14 Plus-এর উপর দুর্দান্ত ছাড় মিলছে। সঙ্গে ব্যাংক অফার, এক্সচেঞ্জ অফার, ইনস্ট্যান্ট ছাড় তো আছেই। ফলে এই ফোনটির দাম এখন এক ঝটকায় অনেকটাই কমে গিয়েছে।
গত বছর যখন Apple -এর তরফে iPhone 14 Plus লঞ্চ করা হল তখন এটির দাম ছিল 89,990 টাকা। 2022 সালে iPhone 14 সিরিজে আরও তিনটি মডেলের সঙ্গে এটিকে লঞ্চ করা হয়েছিল। গ্রাহকদের থেকে ব্যাপক সাড়া পেয়েছিল ফোনটি। কিন্তু এই 89,990 টাকার ফোনটি এখন মাত্র 53,999 টাকায় উপলব্ধ আছে। অর্থাৎ এক ঝটকায় 35,000 টাকারও বেশি দাম কমে গিয়েছে এই ফোনের দাম! অবিশ্বাস্য!
বর্তমানে Flipkart -এ এমনই এই ফোনের উপর যে ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হচ্ছে তাতে এই ফোনটি 89,990 টাকার বদলে 74,999 টাকায় কেনা যাচ্ছে। কমানো হয়েছে 14,901 টাকা। অর্থাৎ এখানে 16% ইনস্ট্যান্ট ছাড় মিলছে। এছাড়া এই ইনস্ট্যান্ট অফার বাদ দিলে iPhone 14 Plus ফোনটির উপর একাধিক ব্যাংক অফার আছে। যেমন ICICI ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহার করে কেউ যদি এই ফোন কেনেন তাহলে তিনি পাবেন 1,000 টাকা ছাড়। অন্যদিকে Axis ব্যাংকের কার্ড ব্যবহা করে কেনাকাটা করলে মিলবে 5% ক্যাশব্যাক অফার।
এমনকি এক্সচেঞ্জ অফার মিলবে এই ফোনে। অর্থাৎ আপনি আপনার পুরনো ফোনের বদলে নতুন iPhone 14 Plus কিনতে পারেন। দামী, বা দারুন ফোন হলে এক্সচেঞ্জ করার পর অনেকটাই ছাড় পেতে পারবেন। 20,000 টাকা মতো ছাড় পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফারে iPhone 14 Plus কিনলে। তবে এই টাকাটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার বর্তমান ফোনের কী অবস্থা সেটার উপর।
ফলে উল্লিখিত সব অফারগুলো যদি আপনি পেয়ে যান, অর্থাৎ ইনস্ট্যান্ট ছাড় ছাড়া ব্যাংক অফার বা এক্সচেঞ্জ অফারের পুরো টাকা তাহলে আপনি এই ফোনটি 53,999 টাকায় কিনতে পারবেন।
গ্রাহকরা এই ফোনে 60 HZ রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে পাবেন। এটি পরিচালিত হবে A15 বায়োনিক চিপসেটের সাহায্যে। এখানে 4 GB RAM এবং 128 GB, 256 GB, 512 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট মিলবে। এখানে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা যেখানে মিলবে 12 মেগাপিক্সেলের দুটি সেন্সর সহ একটি ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাতেও 12 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে।