iPhone 14 Plus ফোনে বাম্পার ছাড়! 30 হাজার টাকার বেশি ছাড়ে কেনার সুযোগ, জানুন কত দামে আপনি পাবেন?

Updated on 17-Apr-2023
HIGHLIGHTS

Amazon এর তরফে iPhone 14 Plus ফোনে বাম্পার ডিসকাউন্টের ঘোষনা করা হয়েছে

ই-কমার্স সাইট Amazon-এ এই ফোনটি 89,999 টাকার বদলে 79,999 টাকায় লিস্ট করা রয়েছে

আপনার পুরানো ফোনের বদলে নতুন আইফোনে 28,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন

আপনি যদি নতুন iPhone কেনার কথা ভাবছেন যা আপনাকে ফ্ল্যাগশিপ পারফর্মেন্স, বেশি ব্যাটারি লাইফ এবং বড় ডিসপ্লে অফার করে, তবে আপনার জন্য iPhone 14 Plus একটি ভাল বিকল্প হতে পারে। এর পাশাপাশি, Apple সম্প্রতি  iOS 17 এর লঞ্চের তারিখ এর ঘোষনা করেছে। iOS 17 রিলিজের পর iPhone 14 Plus ফোনে সেরা ফিচার পাওয়া যাবে। ফোনের বেশি দাম ভেবে যদি পিছিয়ে যাচ্ছেন! তবে বলে দি যে এই ফোন আপনি কম দামে কিনতে পারবেন।

Amazon এর তরফে iPhone 14 Plus ফোনে বাম্পার ডিসকাউন্টের ঘোষনা করা হয়েছে। এর পাশাপাশি, ফোনে এক্সচেঞ্জ অফার ছাড়াও ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। সমস্ত অফার মিলিয়ে এই ফোন আপনি মাত্র 51,999 টাকায় কিনতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক এই ফোনে সমস্ত অফার সম্পর্কে….

Amazon এর লিস্টিং অনুযায়ী iPhone 14 Plus ফোনের আসল দাম 89,900 টাকা। তবে আপনি এক্সচেঞ্জ অফার, ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং আরও একাধিক ছাড়ের পর এই ফোনটি Amazon থেকে মাত্র 51,999 টাকায় কিনতে পারবেন।

ই-কমার্স সাইট Amazon-এ এই ফোনটি 89,999 টাকার বদলে 79,999 টাকায় লিস্ট করা রয়েছে। অর্থাৎ শুরুতেই ফোনের উপর 11 শতাংশ এর ছাড় পাওয়া যাচ্ছে। আপনি অন্যান্য অফার মিলিয়ে এই ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন।

iPhone 14 Plus ফোনে এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে। আপনি আপনার পুরানো ফোনের বদলে নতুন আইফোনে 28,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ ভ্যালু আপনার পুরানো ফোনের অবস্থার উপর নির্ভর করবে। এই ডিসকাউন্টের পর এই ফোনটি 51,999 টাকায় আপনার হতে পারে।

গ্রাহকরা iPhone 14 Plus ফোনে ব্যাঙ্ক অফারও পাবেন। গ্রাহকরা যদি HSBC Cashback Card Cedit Card দিয়ে পেমেন্ট করেন তবে অতিরিক্ত 250 টাকার ছাড় পাবেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :