79,900 নয়, এখন মাত্র 65,513 টাকাতেই পাবেন iPhone 14! কোথায় এই ফাটাফাটি অফার মিলছে দেখুন
iPhone 14 -এর উপর মিলছে দুর্দান্ত ডিল
Apple -এর রিসেলার Unicorn Store গ্রাহকদের জন্য ফাটাফাটি অফার আনল
এখন iPhone 14 কেনা যাবে 66,000 টাকার কমে
গত বছর সবেই লঞ্চ করল iPhone 14 সিরিজ। কিন্তু এই সিরিজের প্রতিটা ফোনের এত দাম যে সেটা কেনার আগে গ্রাহকরা দুবার ভাবতে হয়। তবে এখন যদি শোনেন এই ফোনের দাম এখন ভীষণ কমে গিয়েছেন ব্যাপক সস্তা হয়েছে এটি তবে? হ্যাঁ, এখন মাত্র 70,000 টাকার কমে এই ফোনের 128 GB ভ্যারিয়েন্ট কেনা যাচ্ছে। এই ফোনের আসল দাম 79,900 টাকা। বর্তমানে Apple -এর রিসেলার Unicorn Store এই ফোনের উপর দুরন্ত ছাড় দিচ্ছে। ফলে আপনি যদি সস্তায় এই ফোন কিনতে চান তাহলে এটাই কিন্তু সেরা সুযোগ।
Unicorn Store এ iPhone 14 এর উপর অফার
Unicorn Official ওয়েবসাইটে iPhone 14 -এর 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটি বিক্রি হচ্ছে 69,513 টাকায়। কিন্তু আপনি যদি ক্যাশব্যাক অফার পান স্টোর থেকে তাহলে আপনি আরও 4,000 টাকা ছাড় পাবেন। তখন আরও সস্তায় কেনা যাবে এই ফোন। অর্থাৎ 65,513 টাকায় তখন আপনি এই ফোন কিনতে পারবেন। তবে সেটার জন্য আপনাকে HDFC ব্যাংকের গ্রাহক হতে হবে। এছাড়া আপনি চাইলে এক্সচেঞ্জ অফার নিতে পারেন। পুরনো ফোন বদলে নতুন ফোন কিনতে পারেন। তাতেও আপনার ফোনের দাম আরও কমবে। আপনার পুরনো ফোন যদি ভালো অবস্থায় থাকে আর তাতে দারুন ফিচার থেকে থাকে তাহলে এক্সচেঞ্জ করলে আপনি অনেক টাকাই ছাড় পেতে পারবেন।
Unicorn Store- এর তরফে জানানো হয়েছে এই ফোনের বিক্রি শুরু হবে এপ্রিলের 10 তারিখ। তবে কেবল 128 GB ভ্যারিয়েন্ট নয়, 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলটি এখন 79,112 টাকায় কেনা যাচ্ছে। এটির আসল দাম 89,900 টাকা। 96,712 টাকায় বিক্রি হচ্ছে 512 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল। এটির আসল দাম 1,09,900 টাকা।
iPhone 14 ফোনে কী কী ফিচার আছে?
1. iPhone 14 সিরিজে আছে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max।
2. iPhone 13 এবং iPhone 14 সিরিজের মধ্যে বেশ অনেক কিছু মিল আছে ফিচারের দিক দিয়ে। যেমন উন্নত প্রসেসর, ডায়নামিক আইল্যান্ড নচ ডিজাইন, ইত্যাদি।
3. iPhone 14-এর ক্যামেরার কোয়ালিটি অনেক ভাল। এখানে কম আলোয় ভাল ছবি ওঠে। এই ফোনের ক্যামেরায় আছে ফটোজেনিক ইঞ্জিন।
এই বছরের সেপ্টেম্বরের দিকে লঞ্চ করতে পারে iPhone 15 সিরিজ। এখনই এই ফোন নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। এখানে থাকতে পারে টাইপ সি পোর্ট সহ সমস্ত মডেলে ডায়নামিক আইল্যান্ড নচ।
Subhasmita Kanji
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile