Flipkart -এ এখন Flipkart Big Bachat Dhamaal Sale চলছে। এখানেই iPhone 14 ফোনটির উপর ব্যাপক ছাড় মিলছে। প্রায় 11,901 টাকা পর্যন্ত ছাড় মিলছে এখন এই ফোনের উপর। বর্তমানে এই ফোনটি 71,999 টাকায় কেনা হচ্ছে। একই সঙ্গে উপলব্ধ রয়েছে একাধিক ব্যাংক অফার। গ্রাহকরা দুর্দান্ত ছাড় এই ফোনের 128 GB এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত দুটি ভ্যারিয়েন্ট এর ক্ষেত্রেই উপলব্ধ রয়েছে। এই ফোনটি গ্রাহকরা চাইলে কালো, সাদা, গোলাপী, লাল বা নীল রঙে কিনতে পারবেন।
যেমনটা বলা হল এই সেলে iPhone 14 -এর দাম অনেকটাই কমানো হয়েছে। বর্তমানে এটি 71,999 টাকায় কেনা যাচ্ছে। এছাড়া HDFC ব্যাংকের গ্রাহক যাঁরা তাঁরা এই ফোনের উপর 4,000 টাকার ছাড় ওয়ের যাবেন সে তাঁরা ডেবিট বা ক্রেডিট কার্ড যাই ব্যবহার করুন না কেন। এছাড়া Axis ব্যাংকের কার্ড ব্যবহার করে কিনলে মিলবে 5% ক্যাশব্যাক অফার। অর্থাৎ ব্যাংক অফার মিলিয়ে গ্রাহকরা iPhone 14 ফোনটিকে মাত্র 67,999 টাকায় কিনতে পারবেন। 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম এটি পড়বে। অন্যদিকে 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 77,999 টাকা পড়বে।
এছাড়া গ্রাহকরা 23,000 টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন এক্সচেঞ্জ অফারে। অর্থাৎ আপনি পুরনো ফোনের বদলে এটি কিনলে এই ছাড় পেতে পারেন। তবে মনে রাখবেন আপনি আদতে কিন্তু মোটেই এত টাকা ছাড় পাবেন না। ফোনের অবস্থা খুব ভালো থাকলেও বড় জোর 2,000 থেকে 5,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। আপনি যদি এর থেকেও কম দামে iPhone 14 কেনার আশা করেন তাহলে আপনাকে এখন বেশ অপেক্ষা করতে হবে, কারণ কিছুদিন আগেই 67,000 টাকা পর্যন্ত নেমেছিল এই ফোনের দাম। ফলে এতটা দাম কমার জন্য অপেক্ষা করতে হবে। আর যদি আপনি এখনই এই ফোন কিনতে চান, এটাও মন্দ সুযোগ নয়।
বর্তমানে Flipkart Big Bachat Dhamaal Sale এ iPhone 13 ফোনটির উপর ছাড় মিলছে। এটির আসল দাম 69,900 টাকা, কিন্তু এখন এটি 62,999 টাকায় কেনা যাচ্ছে। আপনি যদি ফিচার ইত্যাদি দেখতে যান দুটি ফোনের ক্ষেত্রে তাহলে বলব দুটি ফোনেই একই ফিচার আছে প্রায়, সামান্য এদিক ওদিক। iPhone 14 -এর ক্যামেরা কোয়ালিটি তুলনামূলক ভাবে ভালো। তবে দুটো ফোনেই দুটো করে 12 মেগাপিক্সেলের ক্যামেরা আছে। দুটোই A15 বায়োনিক চিপসেটের সাহায্যে চলে। তবে iOS 14 এর ক্ষেত্রে আপনি এক বছরের বেশি সফটওয়্যার আপডেট পাবেন। কিন্তু এখন দুটোই iOS 16 -এর সাহায্যে চলছে। আর এছাড়া iPhone 13 তে তুলনামূলক কম ব্যাটারি লাইফ মেলে। এছাড়া মোটামুটি বাকি সব ফিচার এক। দু জায়গাতেই 5G সাপোর্ট এবং ওয়্যারলেস চার্জিং এর সুবিধা মিলবে।