iPhone 14 এবং 14 Plus-এর ভোল বদল! হলুদ রঙে লঞ্চ হল ফোন, দাম কত জানেন?

iPhone 14 এবং 14 Plus-এর ভোল বদল! হলুদ রঙে লঞ্চ হল ফোন, দাম কত জানেন?
HIGHLIGHTS

iPhone 14 এবং iPhone 14 Plus হলুদ রঙে লঞ্চ করল

এই নয়া কালার ভ্যারিয়েন্টটির দাম শুরু হচ্ছেন 79,900 টাকা থেকে

এটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টেই উপলব্ধ হয়েছে

2022 সালের শেষ দিকে বাজারে এসেছিল Apple -এর ব্র্যান্ড নিউ সিরিজ iPhone 14। এখানে চারটি ফোন ছিল, সেগুলো হল iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max। এবার এই সিরিজের দুটি ফোন নতুন রঙের ভ্যারিয়েন্টে উপলব্ধ হল। এই নতুন রঙটি হল হলুদ। iPhone 14 এবং iPhone 14 Plus ফোন দুটি হলুদ রঙে এখন পাওয়া যাবে। 

এই ফোনটির দাম কত? 

1. iPhone 14 সিরিজের দুটি ফোন অর্থাৎ iPhone 14 এবং iPhone 14 Plus এর আগে নীল, মিডনাইট, পার্পল, স্টারলাইট, লাল রঙে পাওয়া যেত। অর্থাৎ মোট পাঁচটি রঙে। এবার এই ফোন দুটি আরও একটি রঙে কেনা যাবে। আর সেটা হল হলুদ।

2. এই নতুন হলুদ রঙের iPhone 14 এবং iPhone 14 Plus ফোন দুটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টেই উপলব্ধ হয়েছে। অর্থাৎ এটিতে 128 GB, 256 GB এবং 512 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে।

3. iPhone 14- এর দাম শুরু হচ্ছে 79,900 টাকা থেকে। আর 89,900 টাকা থেকে শুরু হচ্ছে iPhone 14 Plus -এর দাম। 

কী কী ফিচার থাকছে এই ফোনে? 

1. এখানে অর্থাৎ iPhone 14 -তে আছে একটি 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। অন্যদিকে iPhone 14 Plus- এ আছে 6.7 ইঞ্চির একটি ডিসপ্লে।

2. Apple- এর A15 বায়োনিক প্রসেসর ব্যবহৃত হয়েছে এখানে। অন্যদিকে আছে iOS 16 অপারেটিং সিস্টেম।

yellow iPhone 14

3. গ্রাহকরা এখানে পাবেন ডুয়াল রিয়ার ক্যামেরা যেখানে দুটি ক্যামেরাতেই 12 মেগাপিক্সেলের সেন্সর মিলবে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরাতেও আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর। এটার সাহায্যে দারুন সেলফি তোলা এবং ভিডিও কল করা যাবে। 

4. এই ফোনের ক্যামেরায় মিলবে অ্যাকশন মোড বা স্টেবিলাইজেশন ফিচার সহ সিনেমাটিক মোড, ইত্যাদি। এই ফোনের সাহায্যে কম আলোতেও ভাল ছবি তোলা যাবে।

Subhasmita Kanji

Subhasmita Kanji

I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo