সম্প্রতি একটু মার্কেট রিসার্চে জানানো হয়েছে 2022 সালটি Apple -এর জন্য অন্যতম সফল বছর ছিল। রিপোর্টে জানানো হয়েছে সেরা 10টা ফোনের মধ্যে Apple -এর 8টি ফোন জায়গা করে নিয়েছে তালিকায়। iPhone 13 সিরিজ 2021 সালে লঞ্চ করেছিল। এই ফোনটি গত বছরের সব থেকে বিক্রি হওয়া ফোনের খেতাব জয় করে নিয়েছে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে Apple -এর অন্য দুটি ফোন, iPhone 13 Pro MaX এবং iPhone 14 Pro Max। এছাড়া এই তালিকায় জায়গা করে jugcehe iPhone 13 Pro, iPhone 12 এবং iPhone 14, iPhone 14 Pro, iPhone SE 2022। এছাড়া সেরা 10 এ Samsung -এর দুটি ফোন জায়গা করে নিয়েছে। এই ফোন দুটি Samsung Galaxy A সিরিজের।
Counterpoint Research -এর সম্প্রতি Global Monthly Handset Model Sales Tracker রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে বলা হয়েছে 2022 সালের সেরা ফোন হয়েছে iPhone 13। এই ফোনে আছে A15 বায়োনিক চিপসেট। Apple- এর iPhone সেলের 28% বিক্রি এই ফোনটিই করেছে। তবে যখন iPhone 14 লঞ্চ করল তখন এটির দাম কমানো হয়। চিন, ফ্রান্স, জার্মানি, আমেরিকা, ইংল্যান্ডে এই ফোনটির দারুন জনপ্রিয়তা আছে।
এই রিপোর্ট অনুযায়ী তালিকায় দ্বিতীয় নম্বরে আছে iPhone 13 Pro Max। এরপর তৃতীয় স্থানে আছে iPhone 14 Pro Max। Samsung Galaxy A13 ফোনটি হল একটি বাজেট ফ্রেন্ডলি ফোন যা এই তালিকার চতুর্থ স্থানে আছে। পঞ্চম স্থানে আছে iPhone 13 Pro।
এই রিপোর্টের ষষ্ঠ স্থানে আছে iPhone 12, এরপর সপ্তম, অষ্টম স্থানে আছে iPhone 14 এবং iPhone 14 Pro। তারপর নবম এবং দশম স্থানে আছে iPhone SE 2022 এবং Samsung Galaxy A03। iPhone 14 Pro এবং বেস মডেলের তুলনায় এই সিরিজের iPhone 14 Pro Max ফোনটি অনেক বেশি বিক্রি হয়েছে। এই তালিকার সেরা 10 ফোনের মধ্যে 8টি ফোনই হল Apple- এর। তার মধ্যে সেরার স্থান দখল করল iPhone 13।
মনে করা হচ্ছে 2023 সালে এই 10টি ফোনের বিক্রির পরিমাণ আরও বাড়বে। আরও নতুন নতুন উন্নতমানের প্রোডাক্ট এগুলোর বিক্রি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।