Amazon Prime Days Sale শুরু হতে চলেছে আর মাত্র কয়েকদিনের মধ্যেই। 15 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত চলবে এই সেল। তার আগেই Flipkart -এ ব্যাপক ছাড় পাওয়া যাচ্ছে iPhone 13 -এর উপর।
Amazon -এর তরফে জানানো হয়েছে এই সেলে iPhone 14 -এর উপর আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। যার ফলে ফোনটি দারুন সস্তায় কেনা যাবে। তবে 15 জুলাই পর্যন্ত অপেক্ষা না করে আপনি যদি প্রিমিয়াম ফোন বাজেট ফ্রেন্ডলি দামে কিনতে চান তাহলে আর অপেক্ষা নয়! Flipkart এখন আপনাকে সেই সুযোগ দিচ্ছে।
মাত্র দুই বছর আগে লঞ্চ হওয়া এই ফোনের উপর অকল্পনীয় ছাড় পাওয়া যাচ্ছে এখন এই E-commerce সাইটে। এটি Flipkart -এর বেস্ট সেলার ফোন।
এই ফোনটি এখন Flipkart -এ 69,900 টাকায় বিক্রি হয়। কিন্তু বর্তমানে এই ফোনটির উপর 12% ছাড় পাওয়া যাচ্ছে। ফলে এই ফোনটি এখন ফ্ল্যাট ডিসকাউন্টের পর 60,999 টাকায় কেনা যাচ্ছে। অর্থাৎ 8,901 টাকা ছাড় পাওয়া যাচ্ছে এখন iPhone 13 -এর উপর।
তবে কেবল ফ্ল্যাট ছাড় নয়, এই ফোনটির উপর আছে এক্সচেঞ্জ অফারও। কেউ যদি তাঁদের পুরনো ফোনের বদলে iPhone 13 কেনেন তাহলে তিনি এখন 38,000 টাকা পর্যন্ত ছাড় পাবেন। তবে আপনি যদি এই ছাড় পুরোটা পান তাহলে এক ধাক্কায় অনেকটাই সস্তা হয়ে যাবে Apple -এর এই প্রিমিয়াম ফোনটি।
আরও পড়ুন: IQOO 9 Price Drop: এখন 49,990 টাকার ফোন কিনুন 32,990-এ! এত সস্তায় কোথায় কেনা যাচ্ছে?
তবে এই ছাড় কতটা পাবেন সেটা নির্ভর করছে আপনার পুরনো ফোনের উপর। ফোনটির অবস্থা কেমন, কোন ব্র্যান্ডের সেটার উপর নির্ভর করে এই ছাড় পাবেন। কিন্তু যদি আপনি এই 38,000 টাকাটা পুরোটাই ছাড় পেয়ে যান তাহলে আপনি এই ফোন মাত্র 22,999 টাকায় কেনা যাবে।
অর্থাৎ 69,900-(8,901+38,000)= 22,999। সেরা ডিল দেখুন এখানে।
এছাড়া এই ফোনের উপর একাধিক ব্যাংক অফার আছে। HDFC ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে EMI লেনদেন করলে 2,000 টাকা ছাড় পাওয়া যাবে। অর্থাৎ তখন এই ফোন আরও অনেকটাই কম দামে কেনা যাবে।
1. এই ফোনে গ্রাহকরা পাবেন 6.1 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR ডিসপ্লে।
2. এখানে 12 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরাতেও সেলফি তোলার জন্য আছে 12 মেগাপিক্সেলের একটি সেন্সর।
আরও পড়ুন: Redmi 12 Launch: বাজেট সেগমেন্টে ফের নতুন ফোন আনছে রেডমি, 1 আগস্ট কত টাকায় লঞ্চ করছে দেশে?
3. A15 বায়োনিক প্রসেসরের সাহায্যে চলে এই ফোন।
4. 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে।