iPhone 13 Series স্মার্টফোনের আজ থেকে ভারতে বুকিং শুরু, জানুন দাম এবং অফার

Updated on 17-Sep-2021
HIGHLIGHTS

iPhone 13 ও iPhone 13 Pro মডেলগুলির প্রি-অর্ডার চালু হবে আজ থেকে

গ্রাহকেরা পাবেন দুর্দান্ত ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ ডিসকাউন্ট

iPhone 13 ডিভাইসের বেস ভ্যারিয়েন্টের দাম শুরু 79,900 টাকা থেকে

iPhone 13 , iPhone 13 Pro, iPhone 13 Pro Max, iPhone 13 Mini স্মার্টফোনের প্রি-অর্ডার আজই ভারতে শুরু হবে। iPhone 12 সিরিজের আপগ্রেডেড ভার্সন হিসেবে Apple এই বছর লঞ্চ করেছে iPhone 13 সিরিজ। iPhone 13, iPhone 13 Mini স্মার্টফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। iPhone 13 Pro, iPhone 13 Pro Max মডেল পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে। চারটি মডেলেই বেশ কিছু নতুন বদল এসেছে। প্রসঙ্গত iPhone 13 প্রি অর্ডার অস্ট্রেলিয়া,কানাডা, চিন, জার্মানি, জাপান, ইউকে ও ইউএসএ ও বিশ্বের অন্যান্য দেশে শুরু হবে কিছুদিন পর থেকে। তবে এই প্রথম কোনো আইফোন সিরিজের সেল ভারতে চালু হচ্ছে এক্কেবারে প্রোডাকশনের প্রথম পর্বেই।

iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max, iPhone 13 Mini স্মার্টফোনের প্রি-অর্ডার সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নিন-

আজ বিকেল 5:30 টা থেকে শুরু হবে iPhone 13 , iPhone 13 Pro, iPhone 13 Pro Max, iPhone 13 Mini স্মার্টফোনের প্রি- অর্ডার। গ্রাহকেরা অ্যাপেলের অনলাইন স্টোর ও বিভিন্ন ই-কমার্স সাইট থেকে প্রি অর্ডার করতে পারবেন নতুন এই আইফোন মডেলগুলিকে। 

অ্যাপেলের ডিস্ট্রিবিউটার ইনগ্রাম ম্যাক্রো iPhone 13 ও iPhone 13 Pro মডেলগুলিকে ভারতের প্রায় 3,200 রিটেইল লোকেশনে ডিস্ট্রিবিউট করবে বলে জানা গিয়েছে। অন্যদিকে আরও একজন ডিস্ট্রিবিউটার রেডিংটন ভারতের 3,500 লোকেশনে নতুন আইফোন মডেল ডিস্ট্রিবিউট করার জন্য একেবারে তৈরি।

Amazon ও Flipkart ই-কমার্স সাইটে iPhone 13 সিরিজের প্রিঅর্ডার করা যাবে আজ থেকেই। নতুন iPhone 13 মডেলগুলি পাওয়া যাবে 24 সেপ্টেম্বর থেকে। 

iPhone 13 , iPhone 13 Pro, iPhone 13 Pro Max, iPhone 13 Mini মডেলগুলির দাম ও প্রি-অর্ডার অফার-

iPhone 13

iPhone 13 মডেলের বেস ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 79,900 টাকা থেকে। বেস মডেলে পাওয়া যাবে 128GB স্টোরেজ ফিচার। তবে নতুন iPhone 13 মডেল পাওয়া যাবে 256GB ভ্যারিয়েন্টেও। যার দাম পড়বে 89,900 টাকা। iPhone 13 স্মার্টফোনের 512GB ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 1,09,900 টাকায়।

iPhone 13 Pro

iPhone 13 Pro স্মার্টফোনের 128GB স্টোরেজ ভ্যারিয়েন্ট কেনা যাবে 1,19,900 টাকায়। অন্যান্য আইফোন মডেলগুলির মতনই iPhone 13 Pro ডিভাইসের রয়েছে  256GB ও 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট। 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম পড়বে 1,29,900 টাকা। 512GB ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 1,49,900 টাকায়। iPhone 13 Pro স্মার্টফোনে পাওয়া যাবে 1TB স্টোরেজ মডেল, যার দাম পড়বে 1,69,900 টাকা।

iPhone 13 Pro Max

iPhone 13 Pro Max ডিভাইসের ইনিসিয়াল দাম শুরু হচ্ছে 1,29,900 টাকা থেকে। তবে এই দামে পাওয়া যাবে 128GB স্টোরেজ মডেল। iPhone 13 Pro Max মোবাইলের  256GB ও 512GB স্টোরেজ মডেল পাওয়া যাবে যথাক্রমে 1,39,900 টাকা ও 1,59,900 টাকায় । 1TB স্টোরেজ মডেল কেনা যাবে 1,79,900 টাকা দিয়ে।

iPhone 13 Mini

নতুন আইফোন সিরিজের সবচাইতে সস্তা হ্যান্ডসেট হল iPhone 13 Mini। 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 69,900 টাকা থেকে। 256GB ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 79,900 টাকায় এবং 512GB ভ্যারিয়েন্ট কেনা যাবে 99,900 টাকায়।

iPhone 13 ও iPhone 13 Mini  মডেল পাওয়া যাবে নীল(Blue), পিঙ্ক(Pink) , মিডনাইট, প্রোডাক্ট রেড ও স্টারলাইট কালার অপশনে। অন্যদিকে iPhone 13 Pro, iPhone 13 Pro Max মডেল কেনা যাবে গোল্ড, সিলভার,গ্রাফিতি ও সিয়েরা নীল কালার শেডে।

বিশেষ অফার

  • নতুন এই আইফোন সিরিজের ওপর গ্রাহকেরা পাবেন বিশেষ অফার। কোনো অ্যাপেল অথোরাইজড ডিস্ট্রিবিউটারের মাধ্যমে HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে iPhone 13 ও iPhone 13 Mini মডেলকে প্রি-অর্ডার করলে পাওয়া যাবে 6,000 টাকার ক্যাশব্যাক। iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max মডেল HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে প্রি- অর্ডার করলে পাওয়া যাবে 5,000 টাকার ক্যাশব্যাক।
  • এছাড়াও নির্দিষ্ট কিছু আউটলেটে মিলবে এক্সচেঞ্জ অফার। পুরনো হ্যান্ডসেটের এক্সচেঞ্জের ওপর পাওয়া যাবে নতুন আইফোন মডেলে 3,000 টাকার ছাড়।
  • অ্যাপেলের অনলাইন স্টোরে পাওয়া যাবে iPhone 8 বা অন্য কোনো নতুন মডেলের ওপর 46,120 টাকা পর্যন্ত ট্রেড ইন বেনিফিট। এছাড়া নতুন আইফোন মডেলগুলির ওপর পাওয়া যাবে ইএমআইয়ের সুবিধাও।

প্রসঙ্গত প্রতিটি আইফোন মডেলেই থাকবে 12MP প্রাইমারি ক্যামেরা ফিচার। নতুন এই মডেলগুলির ব্যাটারি লাইফ আগের মডেল গুলির তুলনায় অনেক বেশি উন্নত। iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max হ্যান্ডসেটে থাকবে হাই কোয়ালিটি ভিডিও রেকর্ড ও এডিটের সুবিধা। iPhone 13 , iPhone 13 Pro, iPhone 13 Pro Max, iPhone 13 Mini মডেলে চিপসেট হিসেবে থাকবে A15 বায়োনিক চিপ।

Connect On :