Apple -এর অন্যতম জনপ্রিয় ফোন হল iPhone 13। এই ফোনটি দেশে iPhone 12- এর দামে বিক্রি শুরু হয়েছিল। অন্যদিকে এই ফোনের ফিচারের সঙ্গে iPhone 14- এর ফিচারের বেশ মিল আছে। লঞ্চ হওয়ার পর থেকেই, অর্থাৎ সেই 2021 সাল থেকে এই ফোনটি বেশ কম দামেই বিকোচ্ছে। এখন আবার এই ফোনের দাম 60,000 টাকার নিচে নামল। তবে এত সস্তায় এই ফোনের কেনার জন্য আপনাকে ব্যাংক অফার নিতে হবে। অন্যদিকে Samsung Galaxy S23 ফোনটির দামও বেশ অনেকটাই কমেছে ব্যাংক অফার নিয়ে। তাই আপনি iPhone প্রেমী হন বা অ্যান্ড্রয়েড, দেখুন এই দুই ফোন এখন কোথায় এত সস্তায় উপলব্ধ আছে।
1. iPhone 13 -এর আসল দাম 69,900 টাকা। সেখানে এখন এই ফোনের উপর ফ্ল্যাট 7,901 টাকার ছাড় মিলছে। ফলে এটি এখন 61,999 টাকায় কেনা যাচ্ছে Flipkart থেকে।
2. যাঁরা HDFC ব্যাংকের গ্রাহক তাঁরা যদি ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন কেনেন তাহলে তাঁরা সেক্ষেত্রে পেয়ে যাবেন আরও 2,000 টাকার ছাড়। ফলে তখন দাম কমে হবে 59,999 টাকা। এই ছাড় মিলছে এই ফোনের 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল।
3. আর আপনি যদি আপনার পুরনো ফোন বিক্রি করে এই ফোন কিনতে চান তাহলে আপনি সেই ক্ষেত্রে আরও 30,000 টাকা ছাড় পাবেন। তবে মনে রাখবেন এই ছাড় কতটা মিলবে সেটা নির্ভর করবে আপনার পুরনো ফোনের অবস্থা কেমন সেটার উপর। আপনি চাইলে ক্যাশিফাই বা অন্যান্য ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আপনি এখন আপনার পুরনো ফোন বিকোলে কত দাম পাবেন। সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন।
1. Flipkart -এ এখন এই ফোনের উপর বেশ ছাড় মিলছে। এটির আসল দাম 79,999 টাকা। HDFC ব্যাংকের গ্রাহকরা ক্রেডিট কার্ড দিয়ে এই ফোন কিনলে পাবেন 5,000 টাকার ছাড়। সেক্ষেত্রে এই ফোনে দাম কমে হবে 74,999 টাকা।
2. এছাড়া কেউ যদি পুরনো ফোনের বদলে এই ফোন কিনতে চান তাহলে তিনি অতিরিক্ত 27,000 টাকার ছাড় পেতে পারেন।
দুটি স্মার্টফোনই হল প্রিমিয়াম Flagship ফোন। এখানে আপনি নির্বিঘ্নে গেম খেলতে পারবেন যেমন তেমনই দুর্দান্ত ছবি তুলতে পারবেন। দুটো ফোনেই আছে দারুন, উন্নতমানের ডিসপ্লে। তবে এই দুটি 5G ফোনে কোনও চার্জার থাকে না। আলাদা কিনতে হয়। তবে আপনি যদি দ্রুত গতির চার্জিং ক্ষমতা সম্পন্ন ফোন কিনতে চান তাহলে আপনি Samsung -এর ফোনটিকে বাছতে পারেন iPhone -এর বদলে। এই ফোনে আছে 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা। ফলে কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে এই ফোন মাত্র 30 মিনিটে 50% চার্জ তুলে দিতে সক্ষম। iPhone 13 -তে আছে 20W ফাস্ট চার্জিং -এর সুবিধা।