43,900 টাকার iPhone 11 কিনুন মাত্র 14,249 টাকায়! Flipkart এর ধামাকা ডিল
Flipkart এর তরফে iPhone 11 ফোনের দাম কমানোর ঘোষনা করা হয়েছে
মাত্র 14,249 টাকায় আপনার হতে পারে Apple iPhone 11
এক্সচেঞ্জ অফারে আপনি আইফোন 11-এ 26250 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন
আপনি যদি Android Phone থেকে iPhone-এ সুইচ করতে চাইছেন, তবে বাজেট নিয়ে চিন্তা করছেন, তাহলে আর চিন্তা নয়! কারণ iPhone এ পাওয়া যাচ্ছে কিছু বাম্পার ডিল। iPhone 11 বর্তমানে সবচেয়ে সস্তা আইফোনের মধ্য়ে একটি, যা এখন সব থেকে কম দামে পাওয়া যাচ্ছে।
iPhone 11 ফোনটি ভারতে 2019 সালে লঞ্চ করা হয়েছিল। আইফোনের এই মডেলটি বাজারে পাওয়া বেস্ট সেলিং স্মার্টফোনের মধ্য়ে একটি। আপনি কম দামে এই ফোনে দুর্দান্ত ফিচার পাবেন, যা এই দামে পাওয়া মুশকিল।
আপনি যদি এমন একিট স্মার্টফোনে খোঁজ করছেন, যা বাজেট প্রাইসে ভাল পারফর্মেন্স অফার করবে, তাহলে আপনার খোঁজ এখানেই শেষ হচ্ছে!এই ফোনটি বাম্পার অফারে মাত্র 14,249 টাকায় আপনার হতে পারে। ফোনটি Flipkart সাইটে বাম্পার ডিলে বিক্রি করা হচ্ছে। আসুন অফার সম্পর্কে জেনে নেওয়া যাক…
Apple iPhone 11-এ বাম্পার ডিসকাউন্ট
iPhone 11 ফোনের 64GB মডেলটির আসল দাম 43,900 টাকা। তবে Flipkart এর তরফে এই ফোনের দাম কমানোর ঘোষনা করা হয়েছে। এই ফোনটি মাত্র 14,249 টাকায় আপনার হতে পারে।
Flipkart সাইটে এই ফোন শুরুতেই 2,901 টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড়ের পর ফোনের দাম কমে 40,999 টাকা হচ্ছে। ই-কমার্স সাইটে এই দামের সাথে আইফোন 11 লিস্ট করা রয়েছে।
আপনি আরও সস্তা দামে iPhone 11 ফোনটি কিনতে পারবেন। তবে তার জন্য় এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফার নিতে হবে।
iPhone 11 ফোনে এক্সচেঞ্জ অফার
Flipkart এর তরফে দুর্দান্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এক্সচেঞ্জ অফারে আপনি আইফোন 11-এ 26250 টাকার অতিরিক্ত ছাড় পেতে পারেন। আপনি যদি কোনো পুরানো ফোন এক্সচেঞ্জ করে, নতুন iPhone 11 নেন, তবে মাত্র 14,249 টাকায় এই ফোনটি আপনার হতে পারে।
বলে দি যে এই দামে কিনতে হলে আপনার পুরানো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করছে। পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেলে আপনি এই দামে iPhone 11 কিনতে পারবেন।
ব্যাঙ্ক অফার
আপনি ব্যাঙ্ক অফারের আওতায় এই ফোনটি কিনলে আরও দাম কমে যাবে iPhone 11 এর। Flipkart Axis Bank Card পেমেন্টে গ্রাহকরা 5 শতাংশ ক্যাশব্যাক পাবেন। এছাড়া গ্রাহকরা একটি সারপ্রাইজ ক্যাশব্যাক কুপনও পেতে পারেন, যা নভেম্বর 2023 পর্যন্ত বৈধ থাকবে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile