এসে গেল IOS 16, কোন কোন ফোনে পাওয়া যাবে এই আপডেট? নতুন কী ফিচার রয়েছে?

Updated on 13-Sep-2022
HIGHLIGHTS

এসে গেল iOS 16, সোমবার ভারতে হাজির হল এই অপারেটিং সিস্টেম

আইফোন 8 কিংবা তার পরের ফোনগুলোতে মিলবে এই আপডেট

আপডেট না পেয়ে থাকলে এখনও অপেক্ষা করুন আর কয়েকটা দিন!

12 সেপ্টেম্বর ভারতে এল iOS 16। সোমবার দিনেই iPhone ব্যবহারকারীদের জন্য এই নতুন সফটওয়্যার iOS 16 হাজির হল দেশে। iPhone 8 এবং তার পরের ফোনগুলোতে পাওয়া যাবে এই অপারেটিং সিস্টেমের লেটেস্ট আপডেট। ধীরে ধীরে আইফোন 8 পরবর্তী সমস্ত অ্যাপেল আইফোন মডেলে পৌঁছবে এই আপডেট। অতএব আপনি যদি এখনও iOS 16 আপডেট না পেয়ে থাকেন ঘাবড়াবেন না। আর কয়েকদিন অপেক্ষা করুন বরং।

কোন ফোনে মিলবে এই আপডেট?

বেশ কিছু পুরনো আইফোনেও এই লেটেস্ট অপারেটিং সিস্টেমের আপডেট উপলব্ধ হতে চলেছে। আপাতত iOS 16 আপডেট মোট 18 টি আইফোনে উপলব্ধ হতে চলেছে। আইফোন 8 থেকে শুরু করে তার পরে লঞ্চ হওয়া প্রতিটি ফোনেই থাকবে এই আপডেট এর মধ্যে রয়েছে iPhone SE এডিশনও। iPhone 8,  iPhone 8 plus, iPhone X, iPhone XR, iPhone XS, iPhone XS Max, iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone 12, iPhone 12 mini, iPhone 12 Pro, iPhone 12 Pro Max, iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max, iPhone SE 2020, iPhone SE 2022। আর এছাড়া সদ্য লঞ্চ হওয়া iPhone 14 সিরিজ এই সফটওয়্যার নিয়েই লঞ্চ হয়েছে। আপনি যদি আপনার ফোনে অটো আপডেট অন করে রাখেন তাহলে নিজে থেকে এই নতুন iOS ভার্সন আপডেট হয়ে যাবে ফোনে। অথবা আপনি সেটিংসে গিয়ে সেখানে সফটওয়্যার অপশনে গিয়ে দেখে নিতে পারেন যে আপনি সফটওয়্যার আপডেট এর অপশন পেয়েছেন কিনা। পেলে আপডেট করিয়ে নেবেন।

এই IOS 16 এর ফিচার কী কী?

লকস্ক্রিন

Widget, দিন এবং সময়ের কাস্টম ফন্টস, মাল্টি লেয়ার ওয়ালপেপার সুযোগ দিচ্ছে অ্যাপেল। লকস্ক্রিন বদলানোর জন্য একটা ছবির সেট বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে এই মার্কিন সংস্থা।

iMessage

iOS 16 এর সাহায্যে আইফোন ব্যবহারকারীরা কোনও মেসেজ আনসেন্ড বা এডিট করতে পারবেন সাময়িক ভাবে। মেসেজ পাঠানোর পর 15 মিনিট সময় পাবেন এডিট করার জন্য। এছাড়াও মেসেজ খোলার পর আনরিড অপশন পাবেন।

মিউজিক প্লেয়ার

মিউজিক প্লেয়ারকে ছোট করতে পারবেন এবং একই সঙ্গে স্ক্রিন ওয়ালপেপার দেখতে পারবেন এই আপডেটের সাহায্যে। আগের মতো গোটা স্ক্রিন জুড়েই মিউজিক প্লেয়ার অ্যালবামের আর্ট শো করবে না।

গেম

নিন্টেন্ডো সুইচের জয়-কনস এবং প্রো কন্ট্রোলার সহ আরও বেশ কয়েকটি ব্লুটুথ গেম কন্ট্রোলার সাপোর্ট পাওয়া যাবে এই আপডেটের সাহায্যে। আইফোন PS 5 ডুয়াল সেন্স এবং Xbox সিরিজ X কন্ট্রোলের সঙ্গে এক হয়ে গিয়েছে গত বছর iOS 14.5 আসার পর। 

ফিটনেস তাও অ্যাপেল ওয়াচ ছাড়া

 iOS এর সবার জন্য ফিটনেস অ্যাপ উপলব্ধ হল। অ্যাপেল ওয়াচ (Apple Watch) না থাকলেও গ্রাহকরা এর সুবিধা পাবেন। দৈনন্দিন কাজকর্মের হিসেব আইফোনের মোশন সেন্সর ব্যবহার করে অনুমান করতে পারবে যে একজন দিনে কতটা ক্যালোরি কমালো। Fitness+ চলতি বছরে 21টি দেশে আইফোনে উপলব্ধ হতে চলেছে বলে অ্যাপেলের তরফে জানানো হয়েছে।

 

Connect On :