ইন্টেক্সের তৈরি করা রিলায়েন্স জিও VoLTE ফিচার ফোনটি আগস্ট মাসে লঞ্চ হবে
রিলায়েন্স জিও VoLTE ফিচার ফোনের বিষয়ে এখনও অব্দি বহু ধরনের খবর সামনে এসেছে। এবার একটি নতুন রেকর্ড অনুসারে এই ফোনটি ইন্টেক্স তৈরি করবে। রিলায়েন্স জিও ইন্টেক্সের সঙ্গে ফোন তৈরি করার জন্য পার্টনার্শিপ করেছে। এই ডিভাইসটিকে দুটি কোম্পানির সঙ্গে একসঙ্গে ডেভলাপ করা হবে আর ভারতেই তৈরি করা হবে। এই হ্যান্ডসেটটির দাম আর মার্কেটিং জিও করবে, তাও আবার সাবসিডি মডেলের সঙ্গে, তাহলেই ফোনটির দাম কম হবে। ইন্টেক্সের একজন অফিসার এই খবরটি ইকনমিক টাইমে দিয়েছে।
এছাড়া মনে করা হচ্ছে যে ইন্টেক্স এই ফোনটি একাই বানাবেনা। ET রিপোর্ট অনুসারে, জিও এই ফোনটি বেশ কিছু ব্র্যান্ডের লোগো আছে, এর মধ্যে কিছু ব্র্যান্ড চিনেরও হতে পারে।
ET রিপোর্টে বলা হয়েছে যে, ব্রেকরোজ HSBC সম্প্রতি বলেছে যে জিওর এই 4G ফিচার ফোনটির দাম Rs. 500 এর কাছাকাছি হবে। এত কম দামে ফোন দেওয়ার জন্য জিও ফোনের ওপর Rs 650-975 সাবসিটি দেবে।
ভারতে 400 মিলিয়ান ইউজার্স ফিচার ফোন ব্যবহার করে, আর মনে হচ্ছে যে জিও সেই সব ইউজার্সদেরই টার্গেট করছে।