মাত্র 4,999টাকায় লঞ্চ হল Intex Indie 5 স্মার্টফোন
Intex Indie 5 ফোনটির স্পেশালিটি এর 4000mAh য়ের বড় ব্যাটারি আর এই দামে যা সহযে দেখা যায়না
Intex Indie 5 স্মার্টফোনটি ভারতে লঞ্চ হয়ে গেছে। Indie 5 স্মার্টফোনটি কোম্পানি 4,999টাকায় ভারতে লঞ্চ করেছে। আর এর বৈশিষ্ট্য এর 4000mAh য়ের বড় ব্যাটারি। এই ডিভাইসটি ব্ল্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে আর এটি সব অনলাইন আর অফলাইন স্টোরে কেনা যাবে।
Inex Indie 5 য়ের স্পেক্স আর ফিচার্স
Index ভারতে Indie 5 সাধারন স্পেসিফিকেশানের সঙ্গে লঞ্চ করেছে। এই ফোনে 5ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 720×1280 পিক্সাল আর এর অ্যাস্পেক্ট রেশিও 16:9। আর এই ডিভাইসের IPS প্যানেল 2.5D কার্ভড গ্লাস আর ড্রেনোডিয়াল প্রোটেক্সানের সঙ্গে দেওয়া হয়েছে। Indie 5 মিডিয়াটেক MT6737 চিপসেট, 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ জুক্ত।
কোম্পানি এই ডিভাইসে মাইক্রোএসডি কার্ড স্লটও দিয়েছে যার মাধ্যমে স্টোরেজকে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G LTE, VoLTE, Wi-Fi 802 11b/g/n, ব্লুটুথ, GPS আর মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে।
Intex Indie 5 য়ের সব থেকে বড় বৈশিষ্ট্য এর 4000mAh য়ের ব্যাটারি, কারন এই দামের অন্য ফোনে এত বড় ব্যাটারি দেওয়া হয়নি। এই ডিভাইসে 8MPর রেয়ার ক্যামেরা আর 8MPর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ক্যামেরাতে LED ফ্ল্যাশ আছে। আর এই ফোনের থিকনেস 10.1mm আর ওজন 162 গ্রাম।