এবার সস্তা চেয় সস্তায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে ইনটেক্স’র এই ফোনে

এবার সস্তা চেয় সস্তায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে ইনটেক্স’র এই ফোনে
HIGHLIGHTS

5000 টাকারও কম দামি এই ভারতীয় স্মার্টফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ সংস্থার দাবি, আঙুলের ছোঁয়ায় আনলক করা যাবে এমন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে এটিই সবচেয়ে সস্তা৷

স্মার্টফোনের এমন বেশ কিছু ফিচারস রয়েছে যেগুলি আপনি কেবলমাত্র প্রিমিয়াম-এন্ড স্মার্টফোন নির্মিত সংস্থার কাছ থেকেই আশা করতে পারেন৷ কিন্তু ভারতে এখন পাল্লা দিয়ে বাড়ছে বাজেট স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার ভিড়৷ যারা কম দামে এমন সব ফিচারস নিয়ে আসছে যা দেখলে তাজ্জব হয়ে যেতে হয়৷ সম্প্রতি ইনটেক্স দেশের বাজারে এরমকই একটি স্মার্টফোন এনে সকলকে চমকে গিয়েছে৷ 5000 টাকারও কম দামি এই ভারতীয় স্মার্টফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ সংস্থার দাবি, আঙুলের ছোঁয়ায় আনলক করা যাবে এমন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে এটিই সবচেয়ে সস্তা৷

আরও দেখুন : হনর 8 স্মার্ট, হলি 3 স্মার্টফোন ভারতে চালু

Intex Aqua S2-র ডিসপ্লে ৫ ইঞ্চির৷ তবে দামের জন্য খানিকটা কম্প্রোমাইজ করতে হয়েছে রেজোলিউশনের সঙ্গে৷ এই ফোনের রেজোলিউশন ৪৮০x৫৮৪ পিক্সেলের৷ ৩২ বিট কোয়াড-কোর স্প্রেডট্রাম প্রসেসরের সঙ্গে পেয়ার্ড ১ জিবি র‍্যাম৷ তবে ইনবিল্ট স্টোরেজ কিন্তু বেশ ভাল, ৮ জিবি৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷ সঙ্গে মিলবে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷

এবার আসা যাক স্মার্টফোনে সম্ভাব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ, তার ক্যামেরার প্রসঙ্গে৷ এই নতুন স্মার্টফোনটির রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা দুই-ই ৫ মেগাপিক্সেলের৷ রিয়ার ক্যামেরায় ডুয়াল এলইডি ফ্ল্যাশ রয়েছে৷ এমনকী, ফ্রন্ট ক্যামেরার লেন্সের পাশেও রয়েছে একটি ফ্ল্যাশ৷ যার অর্থ, এখন অন্ধকারেও দেদার সেলফি তুলতে পারবেন৷ থ্রি-জি এই স্মার্টফোনে রয়েছে ৩.৫ এমএম অডিও জ্যাক, এফ এম রেডিও-সহ অন্যান্য স্ট্যান্ডার্ড ফিচারস৷ ব্যাটারি ২৪৫০ এমএএইচ-এর৷ সংস্থার দাবি, এই ফোনে একটানা ৫ ঘণ্টা কথা বলা যাবে৷ ফোনটির ওজন ১৫৩.৮০ গ্রাম৷ হ্যান্ডসেটটির দাম ৪,৪৯০ টাকা৷

আরও দেখুন : হনর 8 স্মার্টফোন ভারতে চালু, মূল্য Rs. 29,999

আরও দেখুন : শাওমি'র একটি নতুন স্মার্টফোন অনলাইন হল ফাঁস, 3GB র্যাম যুক্ত

Digit NewsDesk

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo