এবার সস্তা চেয় সস্তায় ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে ইনটেক্স’র এই ফোনে
5000 টাকারও কম দামি এই ভারতীয় স্মার্টফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ সংস্থার দাবি, আঙুলের ছোঁয়ায় আনলক করা যাবে এমন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে এটিই সবচেয়ে সস্তা৷
স্মার্টফোনের এমন বেশ কিছু ফিচারস রয়েছে যেগুলি আপনি কেবলমাত্র প্রিমিয়াম-এন্ড স্মার্টফোন নির্মিত সংস্থার কাছ থেকেই আশা করতে পারেন৷ কিন্তু ভারতে এখন পাল্লা দিয়ে বাড়ছে বাজেট স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার ভিড়৷ যারা কম দামে এমন সব ফিচারস নিয়ে আসছে যা দেখলে তাজ্জব হয়ে যেতে হয়৷ সম্প্রতি ইনটেক্স দেশের বাজারে এরমকই একটি স্মার্টফোন এনে সকলকে চমকে গিয়েছে৷ 5000 টাকারও কম দামি এই ভারতীয় স্মার্টফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ সংস্থার দাবি, আঙুলের ছোঁয়ায় আনলক করা যাবে এমন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে এটিই সবচেয়ে সস্তা৷
আরও দেখুন : হনর 8 স্মার্ট, হলি 3 স্মার্টফোন ভারতে চালু
Intex Aqua S2-র ডিসপ্লে ৫ ইঞ্চির৷ তবে দামের জন্য খানিকটা কম্প্রোমাইজ করতে হয়েছে রেজোলিউশনের সঙ্গে৷ এই ফোনের রেজোলিউশন ৪৮০x৫৮৪ পিক্সেলের৷ ৩২ বিট কোয়াড-কোর স্প্রেডট্রাম প্রসেসরের সঙ্গে পেয়ার্ড ১ জিবি র্যাম৷ তবে ইনবিল্ট স্টোরেজ কিন্তু বেশ ভাল, ৮ জিবি৷ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ৩২ জিবি পর্যন্ত৷ সঙ্গে মিলবে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷
এবার আসা যাক স্মার্টফোনে সম্ভাব্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ, তার ক্যামেরার প্রসঙ্গে৷ এই নতুন স্মার্টফোনটির রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা দুই-ই ৫ মেগাপিক্সেলের৷ রিয়ার ক্যামেরায় ডুয়াল এলইডি ফ্ল্যাশ রয়েছে৷ এমনকী, ফ্রন্ট ক্যামেরার লেন্সের পাশেও রয়েছে একটি ফ্ল্যাশ৷ যার অর্থ, এখন অন্ধকারেও দেদার সেলফি তুলতে পারবেন৷ থ্রি-জি এই স্মার্টফোনে রয়েছে ৩.৫ এমএম অডিও জ্যাক, এফ এম রেডিও-সহ অন্যান্য স্ট্যান্ডার্ড ফিচারস৷ ব্যাটারি ২৪৫০ এমএএইচ-এর৷ সংস্থার দাবি, এই ফোনে একটানা ৫ ঘণ্টা কথা বলা যাবে৷ ফোনটির ওজন ১৫৩.৮০ গ্রাম৷ হ্যান্ডসেটটির দাম ৪,৪৯০ টাকা৷
আরও দেখুন : হনর 8 স্মার্টফোন ভারতে চালু, মূল্য Rs. 29,999
আরও দেখুন : শাওমি'র একটি নতুন স্মার্টফোন অনলাইন হল ফাঁস, 3GB র্যাম যুক্ত
Digit NewsDesk
Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech. View Full Profile