ভারতীয় স্মার্টফোন কোম্পানি Intex তাদের নতুন বাজেট স্মার্টফোন Intex Aqua Prime 4G লঞ্চ করে দিয়েছে. এটি Intex এর প্রথম স্মার্টফোন যাতে সেলফি ফ্ল্যাশ দেওয়া হয়েছে. এই ফোনটি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন.
এই ডিভাইসে 8 মেগাপিক্সল রেয়ার ক্যামেরা আছে যার সঙ্গে ডুয়াল LED ফ্ল্যাশ আছে তবে এর ফ্রন্ট ক্যামেরা 2 মেগাপিক্সালের. এই ক্যামেরায় HDR মোড, প্যানোরমা মোড আর অটো ক্যাপচার মোডও আছে.
এই ফোনটি গ্রে, হোয়াইট আর শ্যাম্পেন রঙে পাওয়া যাবে. এই ডিভাইসে 5.5 ইঞ্চির স্ক্রিন আছে, যার রেজিলিউশন 1280 X 720p. এই ডিভাইসে অ্যান্ড্রয়েড মার্শমেলো 6.0 তে কাজ করে. এই ডিভাইসে 32 বিট কোয়াডকোর প্রসেসর আছে.