ইনটেক্স একোয়া পাওয়ার M স্মার্টফোন লঞ্চ, 4350 mAh শক্তিশালী ব্যাটারি-সহ প্রস্তুত
মাত্র 4800 টাকা দামের এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর শক্তিশালী 4350 mAh-এর ব্যাটারি৷ একটানা 25 ঘন্টার টকটাইম ও 620 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম মিলবে এই হ্যান্ডসেটে, দাবি কোম্পানির৷
মোবাইল নির্মাতা কোম্পানি ইনটেক্স ক্লাউড স্ক্যান FP-র পর ইনটেক্স অ্যাকোয়া সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন বাজারে আনল৷ মাত্র 4800 টাকা দামের এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর শক্তিশালী 4350 mAh-এর ব্যাটারি৷ একটানা 25 ঘন্টার টকটাইম ও 620 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম মিলবে এই হ্যান্ডসেটে, দাবি কোম্পানির৷ কিন্তু দুর্ভাগ্যবশত এটি 4G স্মার্টফোন নয়৷
আরও দেখুন : 5.2 HD ডিসপ্লে সহ বাজারে এল LG U, 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ
এই ফোনে রয়েছে 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যদিও ফ্রন্ট ক্যামেরা মাত্র 2 মেগাপিক্সেলের৷ ফুল মেটাল বডির এই ফোনে সেলফি তোলার জন্য ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ মিলবে৷ 5 ইঞ্চির HD স্ক্রিন, রেজোলিউশন 720×1280 পিক্সেল৷ মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসরের সঙ্গে রয়েছে 1GB র্যাম৷ 8GB ইন্টারনাল মেমোরি, এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল 32GB পর্যন্ত৷ নয়া হ্যান্ডসেটে মিলবে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷ থাকবে দু’টি সিম কার্ড স্লট৷ 160 গ্রাম ওজনের এই ফোন অবশ্য ঠিক কবে থেকে বাজারে মিলবে সে কথা সংস্থার ওয়েবসাইটে জানানো হয়নি৷
এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেম এর উপর কাজ করে৷ এটা একটি ডুয়াল সিম স্মার্টফোন৷ কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনে 3.5 মিমি জ্যাক, ব্লুটুথ এবং GPS যেমন বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে৷
আরও দেখুন : বিশ্বের প্রথম ট্যাঙ্গো স্মার্টফোন লেনোভো Phab 2 প্রো বিক্রয় এর জন্য উপলভ্য
আরও দেখুন : আনলিমিটেড ডেটা, কল, এসএমএস, রোমিং দিচ্ছে এয়ারটেল
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile