ইনটেক্স একোয়া পাওয়ার M স্মার্টফোন লঞ্চ, 4350 mAh শক্তিশালী ব্যাটারি-সহ প্রস্তুত

ইনটেক্স একোয়া পাওয়ার M স্মার্টফোন লঞ্চ, 4350 mAh শক্তিশালী ব্যাটারি-সহ প্রস্তুত
HIGHLIGHTS

মাত্র 4800 টাকা দামের এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর শক্তিশালী 4350 mAh-এর ব্যাটারি৷ একটানা 25 ঘন্টার টকটাইম ও 620 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম মিলবে এই হ্যান্ডসেটে, দাবি কোম্পানির৷

মোবাইল নির্মাতা কোম্পানি ইনটেক্স ক্লাউড স্ক্যান FP-র পর ইনটেক্স অ্যাকোয়া সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন বাজারে আনল৷ মাত্র 4800 টাকা দামের এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর শক্তিশালী 4350 mAh-এর ব্যাটারি৷ একটানা 25 ঘন্টার টকটাইম ও 620 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম মিলবে এই হ্যান্ডসেটে, দাবি কোম্পানির৷ কিন্তু দুর্ভাগ্যবশত এটি 4G স্মার্টফোন নয়৷

আরও দেখুন : 5.2 HD ডিসপ্লে সহ বাজারে এল LG U, 2 টিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজ

এই ফোনে রয়েছে 5 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যদিও ফ্রন্ট ক্যামেরা মাত্র 2 মেগাপিক্সেলের৷ ফুল মেটাল বডির এই ফোনে সেলফি তোলার জন্য ডুয়াল টোন এলইডি ফ্ল্যাশ মিলবে৷ 5 ইঞ্চির HD স্ক্রিন, রেজোলিউশন 720×1280 পিক্সেল৷ মিডিয়াটেক কোয়াড কোর প্রসেসরের সঙ্গে রয়েছে 1GB র‍্যাম৷ 8GB ইন্টারনাল মেমোরি, এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল 32GB পর্যন্ত৷ নয়া হ্যান্ডসেটে মিলবে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷ থাকবে দু’টি সিম কার্ড স্লট৷ 160 গ্রাম ওজনের এই ফোন অবশ্য ঠিক কবে থেকে বাজারে মিলবে সে কথা সংস্থার ওয়েবসাইটে জানানো হয়নি৷

এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 6.0 মার্শমেলো অপারেটিং সিস্টেম এর উপর কাজ করে৷ এটা একটি ডুয়াল সিম স্মার্টফোন৷ কানেক্টিভিটির জন্য এই স্মার্টফোনে 3.5 মিমি জ্যাক, ব্লুটুথ এবং GPS যেমন বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে৷

আরও দেখুন : বিশ্বের প্রথম ট্যাঙ্গো স্মার্টফোন লেনোভো Phab 2 প্রো বিক্রয় এর জন্য উপলভ্য

আরও দেখুন : আনলিমিটেড ডেটা, কল, এসএমএস, রোমিং দিচ্ছে এয়ারটেল

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo