Intex Aqua Lions T1 Lite ফোনটি ভারতে 3,899 টাকায় লঞ্চ হয়েছে
এই ডিভাইসে 1GB র্যামের সঙ্গে কোয়াড কোর 64- বিট মিডিয়াটেক চিপসেট আছে
ভারতীয় হ্যান্ডসেট তৈরির কোম্পানি ইন্টেক্স টেকনলজি নতুন 5 ইঞ্চির স্মার্টফোন Aqua Lions T1 Lite, 3,899 টাকায় লঞ্চ করেছে। এই ফোনটিতে 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লের দেওয়া হয়েছে। এই 4G-Volte স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড 7 নৌগাট অপারেটিং সিস্টেমে কাজ করে। অ্যামাজনে মোটোরোলা ফোনের ওপর বিশেষ ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
1GB র্যামের এই হ্যান্ডসেটটিতে 1.3GHz কোয়াড কোর 64-বিট মিডিয়াটেক চিপসেট আছে এই ফোনটির ইনবিল্ড স্টোরেজ 8GB আর এই ফোনের স্টোরেজ কে মাইক্রোএসডি কার্ড দিয়ে 64GB অন্দি এক্সপেন্ড করা যেতে পারে।
এই ডিভাইসের রেয়ার ক্যামেরা 5MP’র আর এর ফ্রন্ট ক্যামেরা 2MP’র। এই ফোনটি একটি4G ডুয়াল সিমের স্মার্টফোন। কোম্পানি দাবি করেছে যে এই ফোনটি 6 ঘন্টা অব্দি টকটাইম আর 8-10 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম দেবে।
এই স্মার্ট ফোনটি ইন্টারকেস ভ্যালু অ্যাডেড পরিষেবার মতন LFTY (সিঙ্গে-সোয়াইপ অ্যাক্সেস), ডাটাব্যাক আর প্রাইম ভিডিও সাপোর্ট করে। এই ডিভাইসটিতে “মাতৃভাষা” সার্ভিসও আছে যাতে হিন্দি সহ21টি ভাষায় কমিউনিকেট করা যাবে।