ইন্টেক্স অ্যাকোয়া 4G মিনি আল্ট্রা বাজেট স্মার্টফোন লঞ্চ করল. এই ফোনের দাম Rs.4,199. এই ফোনটি কেনার জন্য কবে থেকে পাওয়া যাবে সে বিষয়ে কোম্পানির তরফে কোন খবর পাওয়া যায়নি. এই ফোনটি ব্ল্যাক ও রেড কালারে পাওয়া যাবে.
ইন্টেক্স অ্যাকোয়া 4G মিনিতে 4.0 ইঞ্চি FWVGA ডিসপ্লে আছে. এই ডিভাইসটিতে 1.3GHz কোয়াড-কোর প্রসেসার আছে। এই ডিভাইসে 512MB র্যাম আছে. ইন্টেক্সের এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড মার্শমেলো 6.0 তে কাজ করে.
এই ডিভাইসে 1450mAH লিয়ন ব্যাটারি আছে যা 6 ঘন্টার টকটাইম দেয় এবং এই ব্যাটারির স্ট্যান্ডবাই টাইম 250 ঘন্টা. এই ডিভাইসে ইন্টারনাল স্টোরেজ 4GB র যা 32GB অব্দি এক্সপেন্ড করা যায়.
এই ডিভাইসটিতে 5 মেগাপিক্সল ক্যামেরার সঙ্গে 0.3 মেগাপিক্সল সেকেন্ডারি ক্যামেরা আছে. অ্যাকোয়া 4G মিনিতে ডুয়াল সিম, ওয়াই ফাই, 4G, ওয়াই-ফাই(802.11 b/g/n), ব্লুটুথ 2.1/4.0, GPS/AGPS, মাইক্রো ইউএসবি পোর্ট, 3.5mm জ্যাক, G সেন্সর এবং স্মার্ট গেসচার আছে.