সম্প্রতি InFocus Turbo 5 ভারতে লঞ্চ করা হয়েছে, ভারতে এর দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে
আমেরিকার স্মার্টফোনের ব্র্যান্ড InFocus জুলাইতে ভারতে তাদের নতুন ফিচার ফোন নিয়ে আসবে। এই ফোনটির দাম হবে Rs. 699। কোম্পানি পরিকল্পনা করেছে যে তারা ভারতে ৪টি নতুন ফিচার ফোন নিয়ে আসবে। এই সব ফিচারফোন গুলির দাম Rs. 699 থেকে Rs. 1099’র মধ্যে হবে।
InFocus এর ফিচার ফোনটি ভারতে 15000 গুলি রিটেলার্সের কাছে পাওয়া যাবে। এর সং এই ফিচারফোনটি তিনটি আলাদা আলাদা স্ক্রিন সাইজে পাওয়া যাবে- 1.8ইঞ্চি, 2.4-ইঞ্চি আর 2.8-ইঞ্চি। এন্ট্রি লেভেল ফিচার ফোনে 4G সাপোর্ট থাকবেনা, কিন্তু এর হাইএন্ডের ফিচার ফোন গুলি 4G সাপোর্ট করবে।
সম্প্রতি InFocus Turbo 5 ভারতে লঞ্চ হয়েছে। ভারতে এটি দুটি ভেরিয়েন্টে আনা হয়েছে। একটি 2GB র্যাম ভেরিয়েন্ট আর অন্যটি 3GB র্যাম ভেরিয়েন্ট, এদের দাম Rs. 6,999 আর Rs. 7,999 ।