Infinix Zero 30 5G Launched India: সেলফি নিতে ভালবাসেন? Infinix আনল 50MP ফ্রন্ট ক্যামেরা সহ প্রথম ফোন, বাজেট প্রাইসে দামি ফোনকে দিচ্ছে টেক্কা
Infinix Zero 30 5G ফোনে এমন অনেক ফিচার দেওয়া যা বাজেট প্রাইসে প্রিমিয়াম স্মার্টফোনকে টেক্কা দিচ্ছে
Infinix Zero 30 5G ফোনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে Samsung ISOCELL JN1 50MP সেন্সর দেওয়া, যা সেলফি এবং ভিডিও কলিংয়ে কাজ করবে
Infinix Zero 30 5G ফোনটি ভারতে দুটি ভ্যারিয়্যান্টে কেনা যাবে। ফোনের বেস মডেলটি হল 8GB RAM+128GB স্টোরেজ সহ, যার দাম 23,999 টাকা রাখা হয়েছে
Infinix ভারতের বাজারে নতুন ফোন Zero 30 5G লঞ্চ করেছে। কোম্পানি দাবি করেছে যে আগের ফোনের তুলনায় নতুন ফোন দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি এবং পারফর্মেন্স অফার করবে। লেটেস্ট ফোনটি মিড-বাজেট সেগামেন্টে বাজারে আনা হয়েছে, যা স্টাইলিশ লুক এবং দুর্দান্ত ফিচার অফার করবে। Infinix Zero 30 5G প্রথম এমন ফোন যা 50MP ফ্রন্ট ক্যামেরা এবং 144Hz AMOLED ডিসপ্লে সহ এসেছে।
Infinix Zero 30 5G ফোনে এমন অনেক ফিচার দেওয়া যা বাজেট প্রাইসে প্রিমিয়াম স্মার্টফোনকে টেক্কা দিচ্ছে। আসুন জেনে নেওয়া যাক বাজেট সেগামেন্টে আসা এই ফোন কীভাবে বাজারের প্রিমিয়াম ফোনগুলিকে প্রতিযোগিতা দেবে।
Infinix Zero 30 5G ফোনে কী ফিচার রয়েছে
ইনফিনিক্স এর লেটেস্ট স্মার্টফোনের ফিচারের দিকে দেখলে জানা যায় যে এই ফোনে একটি বড় ডিসপ্লে রয়েছে যা 6.78-ইঞ্চি Full HD+ 10 -বিট কার্ভড AMOLED ডিসপ্লে অফার করে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিল্লা গ্লাস 5 রয়েছে। ডিসপ্লেতে 144Hz ভ্যারিয়েবল রিফ্রেশ রেট এবং 1080*2400 রেজোলিউশন দেওয়া হয়েছে।
Infinix এর লেটেস্ট স্মার্টফোনে বাজেট প্রাইসে আপনি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পাবেন।
স্মার্টফোনটি মিডিয়াটেক Dimensity 8020 6nm চিপসেটে কাজ করে, যা 12GB RAM এবং 256GB স্টোরেজের সাথে পেয়ার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Infinix Zero 30 5G ফোনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে Samsung ISOCELL JN1 50MP সেন্সর দেওয়া, যা সেলফি এবং ভিডিও কলিংয়ে কাজ করবে। সেলফি ক্যামেরাতে ডুয়াল LED ফ্ল্য়াশ সেটআপ এবং আই-ট্র্যাকিং অটো ফোকাস টেকনোলজি এবং 60FPS-এ 4K ভিডিও সাপোর্ট সহ দুর্দান্ত ফিচার অফার করা হয়েছে। আর আপনি এই সমস্ত ফিচার পাচ্ছেন বাজেট প্রাইসে।
আরও পড়ুন: একধাপে কমে গেল Vivo এর সস্তা ফোনের দাম, 10 হাজার টাকার কমে 5000mAh ব্যাটারি এবং 50MP লেন্স
ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট রয়েছে ফোনে। ফোনের পিছনের প্যানেলে 108MP প্রাইমারি সেন্সর রয়েছে, যা একটি 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং তৃতীয় AI সেন্সরের সাথে কাজ করে।
পাওয়ার দিতে ইনফিনিক্স ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা মাত্র 30 মিনিটে 0-80 শতাংশ চার্জ করার দাবি করে। Infinix Zero 30 5G ফোনটি 68W PD 3.0 সুপার চার্জর সহ আসে।
It's time to Capture Your Own Story with the incredible Infinix ZERO 30 5G!
The ZERO 30 5G is now up for pre-orders, at a special effective price of Rs. 21,999. Get it before it's gone!
Click here: https://t.co/Gu9k6ZwWtv#Zero305G #CaptureYourOwnStory pic.twitter.com/QlL4Yz3Gvv
— Infinix India (@InfinixIndia) September 2, 2023
কত দামে কেনা যাবে Infinix এর দুর্দান্ত ফোনটি?
ফিচার তো জেনে নেওয়া হল, এবার কত দামে কিনতে পারবেন এই ফোন সেটা জেনে নিন।
Infinix Zero 30 5G ফোনটি ভারতে দুটি ভ্যারিয়্যান্টে কেনা যাবে। ফোনের বেস মডেলটি হল 8GB RAM+128GB স্টোরেজ সহ, যার দাম 23,999 টাকা রাখা হয়েছে।
ফোনের আরেকটি মডেল 12GB RAM+ 256GB স্টোরেজ সাপোর্ট সহ আসে, যার দাম 24,999 টাকা রাখা হয়েছে।
ফোনটি দুটি কালার অপশনে কেনা যাবে Rome Green এবং Golden Hour। লঞ্চ অফারের আওতায় Axis ব্যাঙ্ক কার্ড পেমেন্টে এই দুটি মেডলে 2000 টাকার ছাড়ও পাওয়া যাবে। ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে গিয়েছে।
আরও পড়ুন: iQOO Z7 Pro 5G: 25000 টাকার কমে দুর্দান্ত এবং পাওয়ারফুল ফোন, এই 5টি কারণ হল মেইন
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile