Infinix Zero 30 5G India sale: ইনফিনিক্সের 50MP Selfie এবং 108MP Rear Camera ফোনের আজ সেল, জানুন ভারতে দাম কত

Infinix Zero 30 5G India sale: ইনফিনিক্সের 50MP Selfie এবং 108MP Rear Camera ফোনের আজ সেল, জানুন ভারতে দাম কত
HIGHLIGHTS

ইনফিনিক্স জিরো 30 5G স্মার্টফোনটি আজ ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যেতে পারে

এই ফোনটি কার্ভড ডিসপ্লে, 108MP ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 50MP সেলফি ক্য়ামেরা মতো ফিচারের সাথে আসে

ফ্রন্ট ক্যামেরা দিয়ে 60 ফ্রেম প্রতি সেকেন্ডে 4K ভিডিও রিকর্ডিং করা যাবে বলে দাবি করেছে কোম্পানি

টেক কোম্পানি Infinix ভারতের বাজারে একের পর এক নতুন বাজেট এবং মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করেছে। সম্প্রতি কোম্পানি তার Infinix Zero 30 5G ফোন নিয়ে এসেছে। এই স্মার্টফোনটি 2 সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছে এবং আজ দুপুর 12টায় এই ফোনটি ই-কমার্স সাইট Flipkart থেকে বিক্রি করা হবে। এই ফোনটি কার্ভড ডিসপ্লে, 108MP ট্রিপল ক্যামেরা সেটআপ এবং 50MP সেলফি ক্য়ামেরা মতো ফিচারের সাথে আসে।

Infinix Zero 30 5G দাম এবং লঞ্চ অফার

ইনফিনিক্স জিরো 30 5G স্মার্টফোনটি আজ ই-কমার্স সাইট Flipkart থেকে কেনা যেতে পারে। ফোনের বিক্রি দুপুর 12টায় শুরু হবে। ফোনটি গোল্ডন এবং রোম গ্রিন কালার অপশনে চালু করা হয়েছে।

আরও পড়ুন: Upcoming Phones September 2023: চলতি মাসেই লঞ্চ হবে এই 5 নতুন দুর্দান্ত ফোন, থাকবে শক্তিশালী ক্যামেরা কোয়ালিটি

স্মার্টফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি 23,999 টাকায়, তবে 12GB+ 256GB স্টোরেজ মডেলটি 24,999 টাকায় কেনা যাবে।

Infinix Zero 30 5G Price in India

অফারের কথা বললে, গ্রাহকরা Axis কার্ড পেমেন্টে 2000 টাকার ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়া ফোনে 23,050 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও থাকছে। ফোনটি নো-কস্ট EMI অপশনে কেনা যাবে। 

Infinix Zero 30 5G ফিচার এবং দাম

ইনফিনিক্সের এই লেটেস্ট ফোনে একটি কোয়াড LED Flash এর সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনে OIS সাপোর্ট সহ 108MP প্রাইমারি রিয়ার ক্যামেরা, 13MP আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যা ডুয়াল LED Flash সহ আসে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 60 ফ্রেম প্রতি সেকেন্ডে 4K ভিডিও রিকর্ডিং করা যাবে বলে দাবি করেছে কোম্পানি।

আরও পড়ুন: Xiaomi 13T Pro ফোনের স্পেসিফিকেশন এবং ছবি লঞ্চের আগে লিক, 16GB RAM সহ আর কী ফিচার থাকবে জানুন

Infinix Zero 30 5G ফোনের ডিসপ্লেতে 6.78-ইঞ্চি ফুল কার্ভড AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট সহ আসে। স্ক্রিনে গরিল্লা গ্লাস 5 এর সুরক্ষা দেওয়া হয়েছে।

Infinix Zero 30 5G specifications

ফোনের ফাস্ট পারফরম্যান্স বাড়াতে এতে MediaTek Dimensity 8020 প্রসেসর পাওয়া যাবে।

আপনি চাইলে ফোনের 12GB RAM কে MemFusion ফিচারের সাথে 21GB পর্যন্ত বাড়ানো যেতে পারে।

Zero 30 5G ফোনকে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 68W চার্জি সাপোর্ট করবে।

আরও পড়ুন: BSNL Vs Jio Vs Airtel: 30 দিনের মেয়াদ সহ কোন সংস্থা দিচ্ছে বেশি সুবিধা, আর কার প্ল্যান সস্তা, দেখুন ডিটেলস

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo