মাত্র 6699 টাকা লঞ্চ হল সস্তা স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 6GB RAM

মাত্র 6699 টাকা লঞ্চ হল সস্তা স্মার্টফোন, রয়েছে 5000mAh ব্যাটারি এবং 6GB RAM
HIGHLIGHTS

Infinix আজ ভারতে লো বাজেট মোবাইল লঞ্চ করেছে

এই নতুন স্মার্টফোনটি Infinix Smart 9 HD নামে আনা হয়েছে, যা মাত্র 6699 টাকায় লঞ্চ করা হয়েছে

এটি সস্তা স্মার্টফোন 3GB ফিজিকাল RAM এবং 3GB ভার্চুয়াল RAM সহ গ্রাহকরা এতে মোট 6GB RAM পাওয়া যাবে

সস্তা স্মার্টফোন খোঁজ করা গ্রাহকদের জন্য Infinix আজ ভারতে লো বাজেট মোবাইল লঞ্চ করেছে। এই নতুন স্মার্টফোনটি Infinix Smart 9 HD নামে আনা হয়েছে, যা মাত্র 6699 টাকায় লঞ্চ করা হয়েছে। এটি সস্তা স্মার্টফোন 3GB ফিজিকাল RAM এবং 3GB ভার্চুয়াল RAM সহ গ্রাহকরা এতে মোট 6GB RAM পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক স্টাইলিশ লুক এবং বাজেট ফ্রেন্ডালি ফিচার সহ ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি দাম এবং স্পেসিফিকেশন কী।

Infinix Smart 9 HD দাম ভারতে 6699 টাকা

ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি স্মার্টফোন ভারতে একটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। এতে 3GB RAM+64GB স্টোরেজ দেওয়া হয়েছে, যার দাম 6699 টাকা। প্রথম সেলে এই ফোনে 500 টাকা ছাড় দেওয়া হচ্ছে, যার পরে এই সস্তা ফোনের দাম 6199 টাকা হয় যাবে।

আরও পড়ুন: iQOO এর ধামাকা! 30 হাজার টাকার কম দামে আনছে 6400mAh ব্যাটারি স্মার্টফোন, জানুন আর কী ফিচার থাকবে

Infinix Smart 9 HD Launched Price in India Rs 6699

নতুন ইনফিনিক্স স্মার্টফোনের বিক্রি শপিং সাইট Flipkart সাইট থেকে করা হবে। এটি Coral Gold, Metallic Black, Mint Green এবং Neo Titanium কালার অপশনে কেনা যাবে।

ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

ডিসপ্লে: ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি স্মার্টফোন 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে লঞ্চ করা হয়েছে। এটি 90Hz রিফ্রেশ রেট এবং 500 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিংয়ের জন্য ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি ফোনটি মিডিয়াটেক হেলিও জি50 অক্টাকোর প্রসেসরে কাজ করে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ইনফিনিক্স ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 13MP মেইন সেন্সর এবং সেকেন্ডারি AI লেন্সও দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে 8MP ফ্রন্ট জন্য পাওয়া যাবে।

ব্যাটারি: পাওয়ার দিতে স্মার্টফোনে 5000mAh এর ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: Snapdragon 8 Elite প্রসেসর সহ নতুন Realme GT ফোনে 6000 টাকার দেদার ছাড়, এমন ডিল শুনে সবাই অবাক

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo