6000mAh ব্যাটারি সহ লঞ্চ হল শক্তিশালী Infinix, দাম 7000 টাকার কম
Infinix ভারতে স্মার্ট সিরিজের আওতায় Infinix Smart 8 Plus লঞ্চ করেছে
ইনফিনিক্স লেটেস্ট ফোনটি ভারতে 4GB RAM+128GB ইন্টারনাল স্টোরেজ সহ আনা হয়েছে
ফোনের দাম মাত্র 6,999 টাকা রাখা হয়েছে
Infinix ভারতে স্মার্ট সিরিজের আওতায় আরেটিক নতুন বাজেট স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। কোম্পানির লেটেস্ট ডিভাইস Infinix Smart 8 Plus লঞ্চ করা হয়েছে। এতে কোম্পানি 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক ফোনের দাম এবং ফিচার কী।
Infinix Smart 8 Plus ফোনের দাম এবং বিক্রি
ইনফিনিক্স লেটেস্ট ফোনটি ভারতে 4GB RAM+128GB ইন্টারনাল স্টোরেজ সহ আনা হয়েছে। বলে দি যে এই ফোনটি সিঙ্গেল ভ্যারিয়্যান্টে কেনা যাবে। ফোনের দাম মাত্র 6,999 টাকা রাখা হয়েছে।
আরও পড়ুন: Smartphone under 10000: 108MP পর্যন্ত ক্যামেরা এবং 5000mAh পাওয়ারফুল ব্যাটারি সহ আসে এই স্মার্টফোনস
Most stylish smartphone goes Plus!
— Infinix India (@InfinixIndia) March 1, 2024
Introducing Smart 8 Plus
With 6000mAh big battery, up to 8GB* +128GB storage and 50MP camerahttps://t.co/9f6gloi0Sj#MostStylishSmartphone #Smart8series
বলে দি যে এই দামটি লঞ্চ অফারের আওতায় পাওয়া যাবে। ফোনের আসল দাম 7,799 টাকা। লেটেস্ট স্মার্টফোনটি 9 মার্চ দুপুর 12টা থেকে Flipkart সাইটে বিক্রি করা হবে। তিনটি কালার অপশন আনা হয়েছে এই স্মার্টফোনের – Galaxy White, Shiny Gold এবং Timber Black।
Smart 8 Plus কেন কিনবেন এবং ফিচার কী
ইনফিনিক্স ফোনটি 6.6-ইঞ্চি IPS LCD ডিসপ্লে সহ আসে। ফোনে 1612 x 720 পিক্সেল রেজোলিউশন অফার করা হয়েছে। এছাড়া 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া।
এই স্মার্টফোনটি 2.2Ghz অক্টা-কোর MediaTek Helio G36 12nm প্রসেসর কাজ করবে। এর সাথে IMG PowerVR GE8320 @ 680MHz GPU দেওয়া হয়েছে।
ক্যামেরা ফিচারের কথা বললে, ফোনের রিয়ারে 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং AI লেন্স দেওয়া হয়েছে। ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
স্মার্টফোনটি 4GB LPDDR4X RAM সহ আনা হয়েছে। ফোনে 4GB ভার্চুয়াল RAM সাপোর্টও রয়েছে। স্টোরেজের কথা বললে, ফোনে 128 জিবি মেমরি পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
এই ফোনে একটি 6000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
এই স্মার্টফোনটি Android 13 GO সংস্করণের উপর ভিত্তি করে XOS 13 তে রান করবে।
নিরাপত্তার জন্য রয়েছে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
আরও পড়ুন: Realme 12+ 5G সহ বাজারে লঞ্চ হবে Realme 12 5G ফোনও, লঞ্চের আগেই অফারের ছড়াছড়ি
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile