27 এপ্রিল আসবে Infinix Smart 6, 10 হাজার টাকার কম দামে পাওয়া যাবে সেরার সেরা ফিচার

Updated on 26-Apr-2022
HIGHLIGHTS

নতুন স্মার্টফোন লঞ্চ করছে Infinix

Infinix এর এই নতুন স্মার্টফোনের নাম Infinix Smart 6

Smart 6-এ কোম্পানি কম দামে অনেক সেরা ফিচার দেবে

একের পর এক নতুন স্মার্টফোন লঞ্চ করছে Infinix। কোম্পানি কয়েকদিন আগে ভারতে Infinix Hot 11 2022 লঞ্চ করেছে এবং এখন আরেকটি নতুন হ্যান্ডসেট আনতে চলেছে। Infinix এর এই নতুন স্মার্টফোনের নাম Infinix Smart 6। কোম্পানি নিশ্চিত করেছে যে এই ফোনটি 27 এপ্রিল ভারতে লঞ্চ হবে। কোম্পানি Smart 5-এর সাকসেসার হিসেবে এই ফোন বাজারে লঞ্চ করতে চলেছে। Smart 6-এ কোম্পানি কম দামে অনেক সেরা ফিচার দেবে। চলুন জেনে নেই বিস্তারিত।

Infinix Smart 6 ফিচার এবং স্পেসিফিকেশন

ফোনে কোম্পানি 1600×720 পিক্সেল রেজোলিউশন সহ একটি 6.6-ইঞ্চি HD+ ডিসপ্লে দিতে চলেছে। এই ডিসপ্লে 500 nits, 2.5D কার্ভড গ্লাস এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর পিক ব্রাইটনেস সহ আসবে। কোম্পানির এই এন্ট্রি লেভেল হ্যান্ডসেটটিতে 2 GB LPDDR4x RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। প্রসেসর হিসেবে এতে Unisoc SC9863A চিপসেট দিতে যাচ্ছে কোম্পানিটি।

ফটোগ্রাফির জন্য, এই ফোনে আপনি LED ফ্ল্যাশ সহ ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন। এতে একটি 0.08-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। এছাড়া, সেলফির জন্য, কোম্পানি এতে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিতে চলেছে।

কোম্পানির এই আপকামিং স্মার্টফোনে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফোনে পাওয়ার দিতে, এতে একটি 5000mAh ব্যাটারি থাকবে যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। OS এর কথা বললে, এই এন্ট্রি লেভেল স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 11-এর বাইরে কাজ করবে। ফোনটি পার্পল, ওশান ব্লু, লাইট সি গ্রিন এবং পোলার ব্ল্যাক কালার অপশনে আসবে। এর দাম 10 হাজার টাকার কম হতে পারে।

Digit NewsDesk

Digit News Desk writes news stories across a range of topics. Getting you news updates on the latest in the world of tech.

Connect On :