Infinix Smart 2 ফোনটিকে কোম্পানি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 2GB র্যাম ভেরিয়েন্টের দাম 5,999টাকা আর 3GB র্যাম ভেরিয়েন্টের দাম 6,999টাকা
Infinix তাদের Smart 2 ডিভাইসটি ভারতে লঞ্চ করে দিয়েছে। এটি ফ্লিপকার্ট এক্সক্লিউশিভ হিসাবে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে কোপানি 18:9 অ্যাস্পেক্ট রেশিও ডিসপ্লে দিয়েছে।
Infinix Smart 2 স্মার্টফোনটির স্পেক্স
আমরা এই ফোনটির স্পেক্স প্রথমে দেখেনি। এই ফোনে একটি 5.99 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে যা 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ফুল ভিউ ডিসপ্লে দেওয়া আর এর স্ক্রিন টু বডি রেশিও 83% আর এর রেজিলিউশান 720X1440 পিক্সাল। আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর XOS 3.3 তে ক্লাজ করে আর এটি মিডিয়াটেক 6739 কোয়াড কোর 64বিট প্রসেসারের সঙ্গে GPU-IMG পাওইয়ার VR GE8100 যুক্ত।
এই ডিভাইসটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 2GB র্যাম আর 16GB স্টোরেজ ভেরিয়েন্ট আর এর অন্য ভেরিয়েন্টটি হল 3GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্ট। আর এর দাম যথাক্রমে 5,999 টাকা আর 6,999 টাকা। এই ডিভাইসে ডুয়াল ন্যানো সিম আর একটি মাইক্রো এসডি কার্ড সল্ট দেওয়া হয়েছে, যার মাধ্যমে স্টোরেজকে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যেতে পারে। আর এছাড়া এই ডিভাইসে 2040mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
Infinix Smart 2 স্মার্টফোনের ক্যামেরা
আমরা যদি এই ফোনটির ক্যামেরার বিষয়ে কথা বলি তবে এই ডিভাইসে 13মেগাপিক্সালের ক্যামেরা আছে যা (f.20) PDFA, Dual LED ফ্ল্যাশ যুক্ত আর এর রেয়ার ক্যামেরাতে HDR, বিউটু, নাইট আর প্যানোরমা মোডস আছে। আর এছাড়া এই ডিভাইসটিতে ফ্রন্টে 8 মেগাপিক্সালের ক্যামেরা আছে আর এর অ্যাপার্চার f/2.0 আর ডুয়াল LED ফ্ল্যাশ, বোখে সেলফি, বিউটি আর ওয়াইড সেলফিও আছে।
এই ফোনটির কানেক্টিভিটি
কানেক্টিভিটির বিষয়ে যদি কথা বলি তবে এই ডিভাইসে ডুয়াল VoLTE94G+4G), ব্লুটুথ 4.1 ডুয়াল 4G VoLTE, 3.5 mm অডিও জ্যাক , FM 2G ব্যান্ড সাপোর্ট করে। আর এই ডিভাইসটিউ ফেস আইডি (0.3 সেকেন্ড ) সাপোর্ট করে। Smart 2 স্যন্ডস্টোন ব্ল্যাক, সেরেন গোল্ড, সিটি ব্লু আর ভেডুক্স রেড কালারে এসেছে।