Infinix Note 40 Pro+ 5G এবং Infinix Note 40 Pro 5G ফোনটি গত মার্চ মাসেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল
Infinix Note 40 Pro 5G Series ভারতে 12 এপ্রিল লঞ্চ করবে
ইনফিনিক্স এর নতুন লাইনআপ স্মার্টফোনে 108MP ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে
Infinix Note 40 Pro+ 5G এবং Infinix Note 40 Pro 5G ফোনটি গত মার্চ মাসেই গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এই দুটি ফোনে MediaTek Dimensity 7020 SoC অফার করা হয়েছে। নতুন খবর অনুযায়ী, কোম্পানি Infinix Note 40 Pro 5G Series ভারতে 12 এপ্রিল লঞ্চ করবে। নতুন লাইনআপে কোম্পানি তার ইন-হাউস Cheetah X1 পাওয়ার ম্যানেজমেন্ট চিপ ব্যবহার করা হয়েছে।
ইনফিনিক্স এর নতুন লাইনআপ স্মার্টফোনে 108MP ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। আপকামিং সিরিজটি আর কী কী স্পেসিফিকেশন এবং ফিচার নিয়ে আসবে আসুন জেনে নিই।
কবে লঞ্চ হবে Infinix Note 40 Pro 5G Series স্মার্টফোন
কোম্পানি 4 এপ্রিল একটি মিডিয়া ইনভাইটের মাধ্যমে নতুন ইনফিনিক্স নোট 40 প্রো 5G সিরিজের ভারতে লঞ্চ নিশ্চিত করেছে। এই দুটি ফোন ভারতে 12 এপ্রিল লঞ্চ হবে। দুটি ফোনের বিক্রি অনলাইন শপিং সাইট Flipkart থেকে করা হবে।
ফ্লিপকার্ট সাইটে নতুন স্মার্টফোনের একটি ডেডিকেটেড মাইক্রোসাইটও তৈরি করেছে।
এই সিরিজের বিশেষত্ব হল যে এতে ব্যাটারি এবং ফাস্ট চার্জিং স্পিড অফার করা হবে।
Note 40 Pro 5G Serie এর কত হবে দাম
দামের কথা বললে, ইনফিনিক্স নোট ৪০ প্রো প্লাস 5G এবং নোট ৪০ প্রো ৫জি ফোনটি গত মাসে গ্লোবাল মার্কেটে আনা হয়েছে।
আশা করা হচ্ছে যে নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনটি 309 ডলার (প্রায় 25,000 টাকা) দামে এসেছিল।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.