infinix note 40 pro 5G
Infinix ভারতে আজ (12 এপ্রিল) নতুন স্মার্টফোন Infinix Note 40 Pro 5G Series লঞ্চ করেছে। এই সিরিজের আওতায় দুটি স্মার্টফোন Infinix Note 40 Pro 5G এবং Infinix Note 40 Pro+ 5G আনা হয়েছে। বলে দি যে কোম্পানির এই দুটি স্মার্টফোন গ্লোবাল মার্কেটে আগেই চালু করে দেওয়া হয়েছে।
বিশেষ ফিচার হিসেবে ইনফিনিক্সের এই দুটি স্মার্টফোনে 32MP সেলফি ক্যামেরা, 100W চার্জিং ফিচার এবং মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসর মতো স্পেক্স রয়েছে। আসুন এই দুটি স্মার্টফোনের বিষয় জেনে নেওয়া যাক।
ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনের দাম 21,999 টাকা থেকে শুরু হয়। এই দামে ফোনের 8GB RAM+ 256GB স্টোরেজ মডেল কেনা যাবে। কোম্পানি ফোনের প্রথম সেলে তার ডিভাইসে 2000 টাকার ছাড় অফার করছে। ফোনটি Vintage Green এবং Cityscape Golden কালার অপশনে কেনা যাবে।
নোট ৪০ প্রো প্লাস ৫জি ফোনের 12GB RAM+256GB স্টোরেজ সহ আনা হয়েছে। এই ফোনটি 24,999 টাকায় কেনা যাবে। এটি Vintage Green এবং Obsidian Black কালার অপশনে আনা হয়েছে।
লেটেস্ট নোট ৪০ প্রো প্লাস এবং নোট ৪০ প্রো ৫জি এই দুটি ফোনের বিক্রি অনলাইন শপিং সাইট Flipkart থেকে করা হবে।
ডিসপ্লে: ইনফিনিক্স নোট ৪০ প্রো এবং নোট ৪০ প্রো প্লাস ফোনে 6.78-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে পাওয়া যাবে। এটি কার্ভড AMOLED স্ক্রিন সহ আনা হয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট, 2160Hz PWM ডিমিং এবং 1300 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: নতুন ইনফিনিক্স সিরিজে মিডিয়াটেক ডাইমেনসিটি 7020 অক্টাকোর প্রসেসর অফার করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট দেওয়া। এছাড়া OIS সহ রিয়ারে 108MP মেইন সেন্সর পাওয়া যাবে। এটি 2MP এর দুটি সেন্সরের সাথে পেয়ার করা হয়েছে। সেলফি তোলার জন্য দুটি স্মার্টফোনেই 32MP ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট দেওয়া।
ব্যাটারি: পাওয়ার দিতে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 45W ফাস্ট চার্জিং সহ আসে। পাশাপাশি, নোট ৪০ প্রো প্লাস ফোনটি 4600mAh ব্যাটারি সাপোর্ট করে। এটি 100W ফাস্ট চার্জিংয়ের সাথে পেয়ার করা হয়েছে।
আরও পড়ুন: Realme Narzo 70 Pro 5G স্মার্টফোনে বাম্পার অফার, 3000 টাকা পর্যন্ত সস্তায় কেনার সুযোগ