Infinix Note 30 ফোনটি অন্যতম সেরা বাজেট ফোন। তবে আপনি যদি এই ফোনের বিকল্প হিসেবে অন্য কোনও ফোন কিনতে চান একই বাজেটে তাহলেও একাধিক ফোন পেয়ে যাবেন। 15,000 টাকার মধ্যে দেশে Infinix Note 30 -এর বিকল্প কী কী হতে পারে দেখুন।
15,000 টাকার মধ্যে এটা অন্যতম সেরা বাজেট ফোন। এখানে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.59 ইঞ্চির একটি ডিসপ্লে আছে। ফলে এটা গেম খেলার জন্য বলুন বা ভিডিও দেখার জন্য সবের জন্যই সেরা।
এখানে Qualcomm Snapdragon 680 প্রসেসর আছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে এই ফোনে। এটির দাম 14,990 টাকা।
এটিও একটি অন্যতম সেরা বাজেট ফোন। এখানে 6.71 ইঞ্চির একটি বড় ডিসপ্লে আছে। Snapdragon 680 প্রসেসর আছে এই ফোনে। ফলে রোজকার কাজের জন্য এটা ভীষণই আদর্শ।
এখানেও 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা পাবেন। 6000 mAh -এর মতো শক্তিশালী ব্যাটারি আছে এই ফোনে। এই ফোনের দাম 11,990 টাকা।
আরও পড়ুন: IQOO 11S Specifications Leaked: ট্রিপল রিয়ার ক্যামেরা সহ আর কোন ফিচার নিয়ে আসছে IQOO-এর এই ফোন?
এই ফোনের দাম 13,499 টাকা। এখানে গ্রাহকরা 90 Hz রিফ্রেশ রেট সহ 6.6 ইঞ্চির একটি বড় ডিসপ্লে পাবেন। এখানেও Snapdragon 680 প্রসেসর আছে সঙ্গে পাবেন 6 GB RAM।
15,000 এর মধ্যে এই ফোনে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটি দারুন প্রাইমারি ক্যামেরা।
এখানে 6.6 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে আছে। এখানে গ্রাহকরা ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন যেখানে প্রাইমারি ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেলের সেন্সর সহ দুটো 2 মেগাপিক্সেলের সেন্সর আছে। এখানে 5G পরিষেবা পাওয়া যাবে কারণ এটি একটি 5G ফোন।
6000 mAh -এর একটি শক্তিশালী ব্যাটারি পাবেন এই বাজেট ফোনে। এটির দাম 14,990 টাকা।
এটিও একটি অন্যতম সেরা বাজেট ফোন যা আপনি 15,000 টাকার মধ্যে কিনতে পারবেন। এখানে Snapdragon 4 Gen 1 প্রসেসর পাবেন সঙ্গে 6 GB RAM থাকবে। এটিও একটি 5G ফোন, ফলে দুরন্ত গতির পরিষেবা সহ গেম খেলা, সিনেমা আরও মজাদার হবে।
এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরায় আই অটো ফোকাসের সুবিধা পাওয়া যাবে। এই ফোনটির দাম 13,999 টাকা।
এই বাজেট ফোনে একেবারে ভরপুর ফিচার আছে। এখানে 5G পরিষেবা সহ গ্রাহকরা পাবেন MediaTek Dimensity 700 প্রসেসর। ফলে বুঝতেই পারছেন এটি গেম খেলার জন্য এবং মাল্টি টাস্কিং -এর জন্য আদর্শ।
এখানে 50 এবং 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। এটির দাম 12,999 টাকা।