Infinix Note 12 Pro: এই দিন লঞ্চ হবে কম দামে 8GB RAM এবং 108MP ক্যামেরা সহ ফোন

Infinix Note 12 Pro: এই দিন লঞ্চ হবে কম দামে 8GB RAM এবং 108MP ক্যামেরা সহ ফোন
HIGHLIGHTS

ভারতে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Infinix কোম্পানির নতুন স্মার্টফোন

Infinix Note 12 Pro 4G আগামী 26 আগস্ট, শুক্রবার ভারতে লঞ্চ হচ্ছে

এতে একটি 5000mAh এর ব্যাটারি সহ অ্যান্ড্রয়েড 12 সফটওয়্যার থাকবে বলেই জানা গিয়েছে

Infinix কোম্পানির নতুন 4G ব্র্যান্ড আসতে চলেছে ভারতে। আগামী 26 আগস্টেই ইনফিনিক্স এর নতুন ফোন Infinix Note 12 Pro 4G আসছে ভারতে। জানা গিয়েছে E-commerce site Flipkart থেকেই এই ফোনটি কিনতে পারবেন গ্রাহকরা। তবে এই ফোনটি লঞ্চ হওয়ার আগেই তার একাধিক ফিচার সম্পর্কে জানা গিয়েছে। জানা গিয়েছে এই ফোনে থাকতে চলেছে MediaTek Helio G99 প্রসেসর। এই প্রসেসরের সঙ্গে লিংক করা থাকবে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া ফোনটির ডিসপ্লে হবে 6.7 ইঞ্চির যা full HD+ ট্রু কালারের AMOLED ডিসপ্লে একটি। তবে এই ফোনের দাম কত হবে সেই বিষয়ে এখনই কিছু জানায়নি এই কোম্পানি। তবে অনুমান করা হচ্ছে 15 হাজার টাকার আশপাশেই হবে এই 4G ফোনটির দাম।

ট্রিপল ক্যামেরা থাকবে এই ফোনের রিয়ার প্যানেলে, যার মূল ক্যামেরায় থাকবে 108 মেগাপিক্সেলের সেন্সর। Infinix এর এই ফোনটিতে থাকতে চলেছে 5000 mAh এর ব্যাটারি যাতে 33W এর ফাস্ট চার্জিং এর সুবিধা থাকবে। দুটো স্পিকার থাকতে পারে এই ফোনে যাতে দেওয়া থাকবে DTS প্রযুক্তি। গেমাররা যাতে এই ফোনে উন্নতমানের গেমিং এক্সপিরিয়েন্স পান তার জন্যও দেওয়া আছে একাধিক উন্নতমানের ফিচার।

Infinix Note 12 সিরিজের ফোনের দাম কত?

ইতিমধ্যেই Infinix Note 12 সিরিজের দুটো ফোন ভারতে এসে গিয়েছে। 2022 এরই মে মাসে এই দুটো ফোন অর্থাৎ, Infinix Note 12 এবং Infinix Note 12 Turbo লঞ্চ হয়েছিল। কিছুদিন আগেই লঞ্চ হল Infinix Note 12 5G এবং Infinix Note 12 Pro 5G। 14,999 টাকা হচ্ছে Infinix Note 12 5G ফোনটির দান আর Infinix Note 12 Pro 5G ফোনটির দাম একটু বেশি, 17,999 টাকা।

কী কী ফিচার আছে Infinix এর Note 12 Pro 5G ফোনটিতে?

এই ফোনে আছে 6.7 ইঞ্চির একটি full HD+ AMOLED ডিসপ্লে আছে। MediaTek Dimensity 810 5G প্রসেসরের সাহায্যে এই ফোন চলে। এতে আছে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। তবে RAM চাইলে 13 GB পর্যন্ত বাড়ানো যায়। এই ফোনেও আছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, সঙ্গে কোয়াড LED ফ্ল্যাশ। আর সেলফি তোলার জন্য আছে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ডুয়াল LED ফ্ল্যাশ। 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh এর ব্যাটারি আছে এই ফোনে, যার সাহায্যে মাত্র দেড় ঘণ্টায় এই ফোন চার্জ হয়ে যাবে।

infinix note 12 pro 4g

Infinix Note 12 5G ফোনে কী কী ফিচার আছে?

একটি 6.7 ইঞ্চির একটি full HD+ AMOLED ডিসপ্লে আছে Infinix Note 12 5G তে। এই ফোন চলে MediaTek Dimensity 810 5G প্রসেসরের সাহায্যে। এছাড়া রিয়ার প্যানেলে আছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যেখানে প্রাইমারি সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের। এছাড়া 33 W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh এর ব্যাটারি আছে এই ফোনে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo