Infinix তাদের Note 4 আর Hot 4 Pro ফোন দুটি ভারতে লঞ্চ করেছে
এই দুটি স্মার্টফোন Flipkart এ পাওয়া যাবে
Hong-Kong এর হ্যান্ডসেট তৈরির কোম্পানি Infinix ভারতে তাদের প্রথম স্মার্টফোন Infinix Note 4 আর Hot 4 Pro লঞ্চ করেছে। Note 4 এর দাম Rs 8,999 আর Hot 4 Pro এর দাম Rs 7,499 হবে। দুটি স্মার্টফোনই Flipkart এ পাওয়া যাবে। Note 4, 3 দুপুর 12টা থেকে কিনতে পাওয়া যাবে। আর Hot 4 Pro একই দিনে দুপুর 11:59 থেকে কিনতে পাওয়া যাবে। Infinix Hot 4 Pro ওয়েরডিস্ক রেড, কভান্টার ব্ল্যাক আর ম্যাজিক গোল্ড কালারে পাওয়া যাবে। আর Note 4 আইস ব্লু, শ্যাম্পেন গোল্ড আর মিলান ব্ল্যাক কালারে পাওয়া যাবে।
ফ্লিপ্কার্ট থেকে কিনুন 8,999 টাকায় Infinix Note 4 (Ice Blue, 32 GB) (3 GB RAM)
দুটি স্মার্টফোনই Flipkart এ 2 মাসের হটস্টার প্রিমিয়াম সার্টিফিকেটের সঙ্গে, 100 দিনে একবার Infinix স্ক্রিন রিপেলস্মেন্টের সঙ্গে Rs 8,500’র থেকে বেশি পুরনো ফোনের সঙ্গে এক্সচেঞ্জ অফারে পাওয়া যাচ্ছে। Rs 443 তে Idea 84GB 4G ডাটা, 84 দিনের জন্য পাওয়া যাবে যাতে প্রতিদিনের কোন লিমিট নেই আর এর সঙ্গে আপনি এটি 5 আর 6 আগস্ট Flipkart’র ফ্যাশান আর লাইফস্টাইলে 15% অব্দি ছাড়ের সঙ্গেও পেতে পারেন।
ফ্লিপ্কার্ট থেকে কিনুন 7,499 টাকায় Infinix Hot 4 Pro (Quartz Black, 16 GB) (3 GB RAM)
Infinix Note 4 ফোনটিতে 5.7 ইঞ্চির ফুল HD 2.5D কার্ভড গ্লাস ডিসপ্লে, 1.3GHz অক্টা-কোর MT6753 প্রসেসার, মালী -T 720 GPU, 3GB র্যাম যুক্ত। এই ফোনটির ইন্টারনাল স্টোরেজ 32GB’র যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই স্মার্টফোনটি XOS বেসড অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেমে চলে।
এই ফোনটির ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটি তে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা , f/2.2 অ্যাপার্চার আর LED ফ্লাশের সঙ্গে আছে আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি 8 মেগাপিক্সালের। এই ফোনটির ব্যাটারি 4,300mAh এর নন রিমুভেবেল। এটি কুইক চার্জ সাপোর্ট করে। এই ফোনটি 4G, VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, প্রভৃতি দরকারি ফিচার্স যুক্ত। এই স্মার্টফোনটিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও আছে।
Infinix Hot 4 Pro ফোনটিতে 5.5 ইঞ্চির (1280 x 720 পিক্সাল) HD ডিসপ্লে আছে। এই ফোনে 1.3GHz কোয়াড-কোর MT6737 প্রসেসার আছে। এই ফোনের র্যাম 3GB আর ইন্টারনালস্টোরেজ 16GB1 যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়। এই স্মার্টফোনটি XOS বেসড অ্যান্ড্রয়েড মার্শমেলোর আপগ্রেটেড ভার্শান নৌগাট অপারেটিং সিস্টেমে চলে।
Infinix Hot 4 Pro ফোনটিতে 13MP’র রেয়ার ক্যামেরা আর 8MP’র ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনটির নন রিমুভেবেল ব্যাটারি 4,000mAh এর। এই ফোনটিতে কানেক্টিভিটির জন্য 4G, VoLTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac ইত্যাদি ফিচার্স আছে। এই ফোনটি একটি ডুয়াল সিম ফোন। এই ফোনটির পেছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে।
ফ্লিপ্কার্ট থেকে কিনুন 8,999 টাকায় Infinix Note 4 (Ice Blue, 32 GB) (3 GB RAM)
ফ্লিপ্কার্ট থেকে কিনুন 7,499 টাকায় Infinix Hot 4 Pro (Quartz Black, 16 GB) (3 GB RAM)