Infinix Hot S3X নচ ডিসপ্লে আর ডুয়াল ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হল, এর দাম 9,999 টাকা

Infinix Hot S3X নচ ডিসপ্লে আর ডুয়াল ক্যামেরার সঙ্গে লঞ্চ করা হল, এর দাম 9,999 টাকা
HIGHLIGHTS

Infinix HotS3X ফোনটিকে কোম্পানি 9,999 টাকা দামে ভারতে লঞ্চ করেছে আর এটি 1 নভেম্বর থেকে ফ্লিপকার্টে কেনা যাবে

ভারতে ইনফিনিক্স তাদের নতুন স্মার্টফোন Hot S3X  লঞ্চ করে দিয়েছে। আর এই স্মার্টফোনটি কোম্পানি 10 হাজার টাকা দামের মধ্যে লঞ্চ করেছে। Infinix Hot S3X ফোনে নচ ডিসপ্লে, বড় ব্যাটারি, ডুয়াল ক্যামেরা, ডেডিকেটেড মাইক্রো- এসডি কার্ড স্লট দেওয়া হয়েছে।

স্পেসিফিকেশানের বিষয়ে বললে বলতে হয় যে Hot S3X ফোনে 6.2 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1440x720p আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 চিপসেট দেওয়া হয়েছে আর এর ক্লক স্পিড 1.4GHz আর এই ফোনে অ্যাড্রিনো 505 GPU আছে। এই ফোনে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনটির স্টোরেজ কে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

এই ফোনে 13আর 2 মেগাপিক্সালের ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে যা LED ফ্ল্যাশ আর f/2.0 অ্যাপার্চার যুক্ত। আর এই ফোনে ফ্রন্টে একটি 16MP র ক্যামেরা আছে।

Infinix Hot S3X ফোনে অ্যান্ড্রয়েড ওরিও নির্ভর XOS 3.3 তে কাজ করে। আর এই ডিভাইসে 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর কোম্পানি অনুসারে এটি 2 দিনের ব্যাটারি লাইফ দেয় আর এই ফোনে ফেস আনলকের মতন ফিচার আছে আর কানেক্টিভিটির জন্য এই ফোনে 4G LTE, Wi-Fi, ব্লুটুথ ,GPD,3.5mm ,হেডফোন জ্যাক আর মাইক্রো USB পোর্ট অফার করা হয়েছে।

Hot S3X ফোনটিকে কোম্পানি 9,999 টাকায় আইস ব্লু, স্যান্ডস্টোন ব্ল্যাক আর ট্রেদিংস গ্রে কালারে লঞ্চ করা হয়েছে আর 1 নভেম্বর ফ্লিপকার্টে এটি কেনা যাবে।

Digit.in
Logo
Digit.in
Logo