এটি স্যান্ডস্টোজ ব্ল্যাক আর ব্রাশ গোল্ড কালারে কিনতে পাওয়া যাবে
Infinix Hot S3 ফোনটি সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনটির প্রধান বৈশিষ্ট্য এর 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে দেওয়া হেয়ছে, যার ফলে এই ফোনটির ফোর্ম ফ্যাক্টারও বেশ ভাল। এই ফোনটি আরও একবার 26 ফেব্রুয়ারি অনালাইন শপিং ওয়েবসাইটে ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে। এসেগেল ফ্লিপকার্টের কুলিং ডেজ সেল
এই ফোনটির 3GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম . 8,999টাকা। আর এই ফোনটির 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরয়েন্টটির দাম 10,999 টাকা। আর এই ফোনটি স্যান্ডস্টোন ব্ল্যাক আর ব্রাশ গোল্ড কালারে কিনতে পাওয়া যাবে। Infinix Hot S3 ফোনটির ফিচার্স কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ফোনটি 20MP’র লো লাইট সেলফি ক্যামেরা যুক্ত। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 অক্টা কোর প্রসেসার আছে। এই ফোনটিতে 4000mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে।আর এর সঙ্গে এই ফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে একটি 5.7-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি একটি ফুল ভিউ ডিসপ্লে যুক্ত। ফুল ভিউ ডিসপ্লে যুক্ত এটি কোম্পানির প্রথম স্মার্টফোন।