9000 টাকায় 32MP সেলফি ক্যামেরা, 16GB RAM সহ নতুন Infinix Hot 40i লঞ্চ

9000 টাকায় 32MP সেলফি ক্যামেরা, 16GB RAM সহ নতুন Infinix Hot 40i লঞ্চ
HIGHLIGHTS

Infinix ভারতে নতুন স্মার্টফোন Infinix Hot 40i লঞ্চ করেছে

কোম্পানি দাবি করছে যে 9000 টাকার কম দামে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসা প্রথম স্মার্টফোন

ইনফিনিক্স হট 40i ফোনটি 8 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ সহ আনা হয়েছে

Infinix ভারতে নতুন স্মার্টফোন Infinix Hot 40i লঞ্চ করেছে। এই ফোনটি 16GB RAM এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা মতো দুর্দান্ত ফিচার রয়েছে। কোম্পানি দাবি করছে যে 9000 টাকার কম দামে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ আসা প্রথম স্মার্টফোন। আসুন নতুন ইনফিনিক্স হট 40i ফোনের বিষয় সমস্ত কিছু জেনে নেওয়া যাক।

Infinix Hot 40i দাম কত ভারতে

ইনফিনিক্স হট 40i ফোনটি 8 জিবি RAM এবং 256 জিবি স্টোরেজ সহ আনা হয়েছে। তবে ফোনে 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল RAM এর সাপোর্টও পাওয়া যাবে। কোম্পানি এই ফোনটি 8,999 টাকায় ভারতে লঞ্চ করেছে।

আরও পড়ুন: আচমকা দাম কমল Samsung 5G Smartphone এর, ফোনে রয়েছে 6000mAh ব্যাটারি

লেটেস্ট ফোনটি পাম ব্লু, স্টারফল গ্রিন, হরাইজন গোল্ড এবং স্টারলিট ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।

Hot 40i ফোনে কী রয়েছে ফিচার

নতুন ইনফিনিক্স ফোনে 6.6-ইঞ্চি HD+ পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। এটি 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্মার্টফোন IP53 রেটিং সহ আসে।

স্মার্টফোনটি UniSOC T606 প্রসেসরে কাজ করবে। এতে 8 জিবি সহ 8 জিবি ভার্চুয়াল RAM সাপোর্ট পাওয়া যাবে। এতে 256 জিবি ইন্টারনাল স্টোরজ দেওয়া হয়েছে। ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে 2TB পর্যন্ত বাড়ানো যাবে।

Infinix Hot 40i launched in India 2024
ইনফিনিক্স ফোন Android 13-এর উপর ভিত্তি করে XOS 13-এ কাজ করবে

ক্যামেরা সেটআপের জন্য, Hot 40i ফোনে 50-মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 32-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।

এই স্মার্টফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে, Infinix Hot 40i Android 13-এর উপর ভিত্তি করে XOS 13-এ কাজ করবে।

এছাড়াও ফোনে একাধিক স্মার্ট ফিচার দেওয়া হয়েছে। এতে ফেস আনলক করার জন্য ম্যাজিক রিং, ব্যাকগ্রাউন্ড কল, চার্জিং অ্যানিমেশন, চার্জ রিমাইন্ডার এবং কম ব্যাটারি রিমাইন্ডার পাওয়া যাবে।

আরও পড়ুন: Nothing Phone 2a Price leaked: মিড-রেঞ্জ বাজেটের নথিং ফোন 2a এর দাম ফাঁস!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo