চাইনিজ স্মার্টফোন কোম্পানি Infinix -এর তরফে দেশে সদ্যই লঞ্চ করা হল একটি নতুন ফোন। এই কোম্পানির তরফে ভারতের বাজারে সদ্যই একটি বাজেট ফোন নিয়ে আসা হয়েছে। এই লঞ্চ হওয়া ফোনটির নাম Infinix Hot 30 5G।
এটি একটি 5G ফোন, এখানে 8 GB + 8 GB RAM আছে। সঙ্গে 128 GB ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এই ফোনটি পরিচালিত হয় MediaTek Dimensity 6020 প্রসেসরের সাহায্যে।
এই ফোনে রয়েছে একটি শক্তিশালী 6000 mAh ব্যাটারি। ফলে বুঝতেই পারছেন আপনি এটি একবার চার্জ দিলে গোটা দিনের জন্য ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। Infinix Hot 30 5G ফোনটি মূলত তাদের কথা ভেবে আনা হয়েছে যাঁরা অল্প দামে লম্বা ব্যাটারি যুক্ত ফোন চান। দেখুন এই ফোনের সমস্ত খুঁটিনাটি।
Infinix -এর তরফে Infinix Hot 30 5G ফোনটি দুটো স্টোরেজ মডেলে লঞ্চ করা হয়েছে। একটিতে পাবেন 4 GB + 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ, আরেকটিতে পাবেন 8 GB + 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ।
এই ফোনের বেস মডেলের দাম পড়বে 13,499 টাকা। অন্যদিকে টপ এন্ড মডেলের দাম রাখা হয়েছে 13,499 টাকা। লঞ্চ অফার হিসেবে এই কোম্পানির তরফে 1,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে ব্যাংক অফারে। এখানে 6 মাসের জন্য নো কস্ট EMI সুবিধা পাওয়া যাবে।
গ্রাহকরা এই ফোনটি দুটো রঙে কিনতে পারবেন, অরোরা ব্লু এবং নাইট ব্ল্যাক। 14 জুলাই দুপুর 12টা থেকে এই ফোনের বিক্রি শুরু হল জনপ্রিয় E-commerce সাইট Flipkart থেকে।
1. 6.78 ইঞ্চির একটি Full HD+ AMOLED ডিসপ্লে রয়েছে এই ফোনে যেখানে 120 Hz রিফ্রেশ রেট পাবেন।
2. অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে চলবে এই অভিনয় যেখানে 2 বছরের সিকিউরিটি আপডেট এবং 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে।
3. MediaTek Dimensity 6020 প্রসেসরের সাহায্যে চলে এই ফোন। এখানে ডুয়াল স্পিকার, DTS সাউন্ড টেকনোলজি আছে।
4. 18W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 6000 mAh ব্যাটারি আছে এই ফোনে। কোম্পানির তরফে জানানো হয়েছে এই ফোনটি একবার চার্জ দিলে এখানে 53 ঘণ্টার কলিং, 21 ঘণ্টার ভিডিও দেখা এবং 13 ঘণ্টার গেমিং -এর সুবিধা পাওয়া যাবে।
5. এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা আছে। প্রাইমারি ক্যামেরাতে আছে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর।
6. এখানে কানেকটিভিটির জন্য আছে ডুয়াল সিম, 5G, wifi, ব্লুটুথ, 3.5 mm অডিও জ্যাক, USB টাইপ সি পোর্ট, ইত্যাদি। IP 53 রেটিং আছে এই ফোনে।