এই ফোনে থাকবে 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 6000mAh ব্যাটারি
Infinix Hot 20 Pro-তে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ
Infinix তাদের পরবর্তী ফোন শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে। Infinix Hot 20 5G 1 ডিসেম্বর লঞ্চ করতে চলেছে ভারতে। লঞ্চ হওয়ার আগে প্রকাশ্যে এল এই ফোনে কী কী ফিচার থাকবে সেটা। 91 Mobiles এর খবর অনুযায়ী Infinix Hot 20 5G সিরিজের স্ট্যান্ডার্ড ফোনটির দাম 12,000 টাকার মধ্যেই হবে। ফলে এখন দেশে 5G ফোনের দাম যে অনেকটাই কমে যাবে সেটা বলাই বাহুল্য। এই সিরিজে একটি প্রো মডেল থাকবে বলেও জানা গিয়েছে।
ভারতের অন্যান্য সস্তার 5G ফোন হল Samsung Galaxy M13 5G, Poco M4 সিরিজ, Vivo T1 5G ইত্যাদি। এই ফোনগুলোর সব কটার দাম 13,000হাজার থেকে 15,000 হাজার টাকার মধ্যেই।
কী কী ফিচার থাকবে Infinix Hot 20 5G ফোনে?
Infinix এর তরফে এই ফোনে কী কী ফিচার থাকবে সেটা সামনে আনা হয়েছে। জানা গিয়েছে 1 ডিসেম্বর এই ফোনটি ভারতে লঞ্চ করতে চলেছে। এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.92 ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। সঙ্গে আছে Full HD রেজোলিউশন। পাঞ্চ হোল কাটআউট রয়েছে এই ফোনের ডিসপ্লেতে। সেখানে রয়েছে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা। 12 5G ব্যান্ড সাপোর্ট করে এই ফোনটি। Infinix এর তরফে জানানো হয়েছে এই ফোনে সর্বোচ্চ 1.2GBPS স্পিড মিলবে। MediaTek Dimensity 810 প্রসেসরের সাহায্য এই ফোনের পারফরমেন্স পরিচালিত হবে। 1 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এই ফোনে।
এছাড়া এই ফোনে থাকবে 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 6000mAh ব্যাটারি। ফলে যাঁরা ভাল ব্যাটারি লাইফ যুক্ত ফোন চান তাঁদের এই ফোন পছন্দ হবেই। বাজারে আপাতত এই ফোনটি দুটি রঙে উপলব্ধ হবে বলেই জানা গিয়েছ। খুব সম্ভবত এই ফোনটি প্ল্যাস্টিক দিয়ে তৈরি হবে। তিনটি ক্যামেরা থাকবে এই ফোনের Pro মডেলে, এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে Infinix Hot 20 5G এর স্ট্যান্ডার্ড মডেলে 2টি ক্যামেরা থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া Pro মডেলে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে ফোনের পিছন দিকে।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla.