Infinix এর তরফে তাদের পরবর্তী দুটো ফোন খুব শীঘ্রই ভারতে লঞ্চ করতে পারে। Infinix যে দুটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে সেই দুটি হল Infinix Hot 20 5G এবং Hot 20 Play। যদিও সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক ভাবে কবে এই ফোন দুটি ভারতে লঞ্চ করবে সেটা জানানো হয়নি, কিন্তু একটি ফাঁস হওয়া তথ্য অনুযায়ী Infinix এর লেটেস্ট Hot 20 সিরিজ চলতি মাসের 30 তারিখ ভারতে আসতে পারে। এর মধ্যে ভ্যানিলা মডেল অর্থাৎ Infinix Hot 20 5G ফোনটির দাম 15,000 টাকার আশপাশে হবে বলে মনে করা হচ্ছে। এই ফোন দুটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকতে পারে।
Infinix Hot 20 5G ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকতে পারে এবং Infinix Hot 20 Play ফোনটিতে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে।
Fonearena এর একটি রিপোর্ট জানাচ্ছে যে Infinix Hot 20 5G ভারতে 30 নভেম্বর লঞ্চ করতে চলেছে, আর এই ফোনটির দাম ভারতে 15,000 টাকার মধ্যে হবে। আর খুব সম্ভবত ফোনটিকে Flipkart এর মাধ্যমে বিক্রি করা হবে। বর্তমানে বিশ্ব বাজারে Infinix Hot 20 5G ফোনটির দাম 179.9 ডলার, যা ভারতীয় মূল্যে কম বেশি 15,000 টাকার সমান। এই দামে ফোনটির 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টটি পাওয়া যাবে। তবে Infinix Hot 20 Play ফোনটির দাম কত হতে পারে সেটা এখনও জানা যায়নি।
এই ফোনটি গত মাসেই, অর্থাৎ অক্টোবরেই বিশ্ব বাজারে লঞ্চ করে গিয়েছে। এই ফোনটি পরিচালিত হয় অ্যান্ড্রয়েড 12 এর সাহায্যে। এখানে গ্রাহকরা একটি 6.6 ইঞ্চির Full HD+ ডিসপ্লে পেয়ে যাবেন। 240 Hz টাচ স্যাম্পলিং রেট এবং 120 HZ রিফ্রেশ রেট মিলবে এই ডিসপ্লেতে। MediaTek Dimensity 810 প্রসেসরের সাহায্যে পারফর্ম করে এই ফোন।
এই ফোনে যেমন বলা হল ডুয়াল রিয়ার ক্যামেরা রয়েছে যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হল 50 মেগাপিক্সেলের, সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। এই ক্যামেরার সঙ্গে LED ফ্ল্যাশ থাকবে। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। 18W ফাস্ট চার্জিং এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি রয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এই ফোনে।
এই ফোনে 720X1640 পিক্সেল রেজোলিউশন সহ 6.82 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে রয়েছে যেখানে 90 Hz রিফ্রেশ রেট রয়েছে এবং সঙ্গে 180 HZ টাচ স্যাম্পলিং রেট। এই ফোনটির পারফরমেন্স পরিচালিত হয় MediaTek Helio G37 প্রসেসরের সাহায্যে এটি 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এর সঙ্গে যুক্ত করা আছে।
এই ফোনেও ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, যার প্রাইমারি ক্যামেরা হল 13 মেগাপিক্সেলের। একটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি আছে এই ফোনে। এখানেও সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।