Infinix Hot 12 এল বাজারে, 7GB RAM পাবেন মাত্র 9,499 টাকায়, রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা

Updated on 18-Aug-2022
HIGHLIGHTS

লঞ্চ হল বহু প্রতীক্ষিত স্মার্টফোন Infinix Hot 12

এই ফোনে আছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 90HZ ডিসপ্লে

9,499 টাকাতেই মিলবে অত্যাধুনিক ফিচার সহ 7GB RAM

Infinix কোম্পানি একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন নিয়ে হাজির হল ভারতে। এই নতুন স্মার্টফোনটির নাম হল Infinix Hot 12। এই সংস্থার নতুন ফোনটিতে আছে 90Hz রিফ্রেশ রেট সহ 6.82 ইঞ্চির একটি HD+ ডিসপ্লে। MediaTek Helio G37 প্রসেসর আছে এই ফোনে যার সাহায্যে Infinix Hot 12 চলবে। এই ফোনটি মূলত 4GB RAM এর সঙ্গে যুক্ত করা আছে। কিন্তু এটাকে চাইলে আরও একটু বাড়িয়ে নেওয়া যাবে। এছাড়া থাকছে 6000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি সহ ট্রিপল ক্যামেরা। আর এই সব ফিচার কত টাকায় মিলবে জানেন? 10,000 টাকারও কম!

এই ফোনের দাম কত? কোথা থেকেই বা কেনা যাবে?

Infinix Hot 12 ফোনটির দাম হচ্ছে মাত্র 9,499 টাকা। 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ এর জন্য এই দাম ঠিক করা হয়েছে। Flipkart, ভারতের অন্যতম জনপ্রিয় ই কমার্স সাইট (E-commerce) থেকে গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন। তবে এখনই এই ফোন কেনা যাবে না। আগামী 23 আগস্ট থেকে উপলব্ধ হবে এই ফোন। সেদিন দুপুর 12 টা থেকে গ্রাহকরা কিনতে পারবেন গ্রাহকরা। আপাতত এই ফোনটি চারটি রঙে বিক্রি করা হবে, এর মধ্যে আছে টার্কয়েজ সায়ান, পার্পল, পোলার ব্ল্যাক এবং এক্সপ্লোটারি ব্লু।

কী কী ফিচার আছে এই ফোনে?

Infinix Hot 12 ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে। অ্যান্ড্রয়েড 11 বেসড XOS 10 অপারেটিং সিস্টেম আছে সফটওয়্যার হিসেবে। এছাড়া 90Hz রিফ্রেশ রেট সহ 6.82 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে আছে।সঙ্গে 180Hz এর টাচ স্যাম্পলিং রেট আছে আর এই ফোনের পিক ব্রাইটনেস হচ্ছে 460 নিটস। ব্যবহারকারীর চোখের উপর খারাপ প্রভাব না পড়ে তাই এই ফোনে দেওয়া আছে আই প্রোটেক্ট মোড। MediaTek Helio G37 প্রসেসর এর সাহায্যে এই ফোনটি চলবে। এই প্রসেসর পেয়ার করা আছে 4GB RAM এর সঙ্গে কিন্তু এটাকে বাড়ানো যাবে বেশ কিছুটা। ইন্টারনাল স্টোরেজ থেকে 3GB নিয়ে 7GB এর RAM বানাতে পারবেন এক ফোনে।

এই ফোনে আছে ট্রিপল ক্যামেরা, যার মধ্যে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর এবং বাকি দুটো ক্যামেরায় আছে 2মেগাপিক্সেলের সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরায় আছে 8 মেগাপিক্সেলের সেন্সর যার সাহায্য ব্যবহারকারী সেলফি তুলতে পারবেন এবং ভিডিও কল করতে পারবেন। এছাড়াও ফ্রন্ট ক্যামেরায় আছে ডুয়াল LED ফ্ল্যাশ। Infinix Hot 12 ফোনটির ইন বিল্ট স্টোরেজ হচ্ছে 64GB, কিন্তু এই ফোনে একটি এসডি মাইক্রো কার্ডের জায়গা আছে যার সাহায্যে 256 GB অবধি স্টোরেজ বাড়ানো যাবে। এছাড়াও এই ফোনে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 6000mAh এর একটি শক্তিশালী ব্যাটারি আছে। এই ব্যাটারিতে আছে 18W এর ফাস্ট চার্জিং এর সুবিধা আছে। সর্বোপরি এতে দেওয়া হয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার।

Connect On :